Advertisment

Vinesh Phogat disqualified: ভিনেশ ফোগাটকে বাদ দেওয়া হলো! জানুন কেন…

Vinesh Phogat Paris Olympics: ৫০ কেজির মধ্যে নিজের ওজন সীমা বেঁধে রাখা নিয়ে এই প্ৰথমবার সমস্যায় পড়েননি ভিনেশ ফোগত। তিনি বেশিরভাগ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৩ কেজি বিভাগে। এমনকি অলিম্পিক কোয়ালিফায়ারেও একই সমস্যার মুখে পড়েছিলেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vinesh Phogat disqualified

Vinesh Phogat disqualified: সোনা হাতছাড়া ভিনেশের (টুইটার)

Vinesh Phogat disqualified, no medal: কয়েক ঘন্টা আগেও গোটা দেশ চলতি অলিম্পিকের প্ৰথম সোনা জয়ের স্বপ্নে বিভোর ছিল। ইতিহাস গড়ে একের পর এক প্রতিদ্বন্দ্বীকে রিংয়ে শুইয়ে ৫০ কেজির ফাইনালে পৌঁছে গিয়েছিলেন কুস্তিগির ভিনেশ ফোগত। তবে স্বপ্ন পূরণ হচ্ছে না ভারতের, ভিনেশের। মাত্র ১০০ গ্রাম বেশি ওজন নিয়ে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাই বাতিল হয়ে যাচ্ছে ভিনেশের পদকপ্রাপ্তি।

Advertisment

ভিনেশের সোনা জয়ী লড়াইয়ের দিন সকালেই ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেয়, "ভীষণ দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে অলিম্পিকে ভারতীয় দলের তরফ থেকে মহিলাদের ৫০ কেজি কুস্তি বিভাগ থেকে ভিনেশ ফোগাটকে ডিসকোয়ালিফাই করার খবর শেয়ার করা হয়েছে। গোটা রাত জুড়ে দলের তরফে সর্বাত্মক প্রচেষ্টার পরেও ৫০ কেজির সামান্য কয়েক গ্রাম ওপর ছিল ওঁর ওজন। এই মুহূর্তে ভারতীয় দলের পক্ষ থেকে আর কোনও ঘোষণা করা হবে না। ভারতীয় দলের পক্ষ থেকে ভিনেশের গোপনীয়তাকে সম্মান জানানোর আর্জি করা হচ্ছে।"

এর আগে সূত্রের তরফে জানিয়ে দেওয়া হয় ভিনেশ ফোগত নির্দিষ্ট দৈহিক ওজনের থেকে মাত্র কয়েক গ্রাম বেশি ছিলেন। সেই কারণে তাঁকে ডিসকোয়ালিফাই করা হতে পারে। তুলেন নিয়ম অনুযায়ী, ভিনেশ ফোগতকে সোনা তো বটেই রুপো জেতার জন্যও বিবেচনা করা হবে না। এই ক্যাটাগরিতে স্রেফ সোনা এবং ব্রোঞ্জ পদকজয়ীর নাম ঘোষণা করা হবে। মঙ্গলবার ভিনেশ নির্দিষ্ট ওজন-সীমার মধ্যেই ছিলেন। তবে বুধবারেই গন্ডগোল। নিয়ম অনুযায়ী, দুই দিনই ওজন-সীমা নির্দিষ্ট পরিধির মধ্যে রাখতে হয়।

আরও পড়ুন: সোনা জয়ের মঞ্চে কেন বাতিল ভিনেশ! অলিম্পিকে প্রতিবাদের 'আহ্বান' স্বয়ং প্রধানমন্ত্রী মোদির

ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, মঙ্গলবার রাতে ভিনেশের ওজন ২ কেজি বেশি ছিল। গোটা রাত ঘুমোননি তিনি। নির্দিষ্ট ওজন-সীমার মধ্যে নিজেকে নিয়ে আসতে চেষ্টার কসুর করেননি। জগিং থেকে জাম্পিং এমনকি সাইক্লিংও করেন। তবে এতে সমস্যার সমাধান হয়নি।

বুধবার সকালে ভারতীয় অলিম্পিক দলের তরফে আয়োজক কমিটির কাছে আবেদন করা হয় আরও কিছু সময় যাতে দেওয়া হয় অতিরিক্ত ১০০ গ্রাম ওজন ঝরিয়ে ফেলা সম্ভব হয়। সেই আবেদনে কর্ণপাত করেনি কেউ।

৫০ কেজির মধ্যে নিজের ওজন সীমা বেঁধে রাখা নিয়ে এই প্ৰথমবার সমস্যায় পড়েননি ভিনেশ ফোগত। তিনি বেশিরভাগ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৩ কেজি বিভাগে। এমনকি অলিম্পিক কোয়ালিফায়ারেও একই সমস্যার মুখে পড়েছিলেন তিনি। তবে অল্পের জন্য সেই যাত্রায় রক্ষা পেয়েছিলেন।

মঙ্গলবার ইতিহাস গড়ে অলিম্পিকের ইতিহাসে প্ৰথমবার কোনও ভারতীয় কুস্তিগির হিসাবে ফাইনালে পৌঁছেছিলেন। ফাইনালে পোঁছনোর পথে ভিনেশ হারিয়েছিলেন বিশ্বের একনম্বর গতবারের সোনাজয়ী ইউ সুসাকিকে। এরপরে ইউক্রেন এবং কিউবার প্রতিদ্বন্দ্বীকেও ধরাশায়ী করে অলিম্পিকের ফাইনালে যোগ্যতা অর্জন করেন।

ফাইনালে ভিনেশের প্রতিদ্বন্দ্বী ছিলেন সারা হিলডারব্রেখট। যাঁর বিরুদ্ধে হেড টু হেড রেকর্ডে বরাবর এগিয়ে থেকেছেন ভিনেশ। মার্কিন সেই প্রতিদ্বন্দ্বীই এবার ফাইনালে না খেলেও সোনা পাচ্ছেন। খালি হাতে ফিরতে হবে ভিনেশকে।

Wrestling Indian Olympic Association Olympics India at Olympics Paris Olympics 2024
Advertisment