Winston Benjamin son Roy Benjamin, Paris Olympics: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের ছেলে প্যারিস অলিম্পিকে দুটো দুটো স্বর্ণপদক পেয়েছে। দুই বছর আগে শচীন তেণ্ডুলকার তাঁকে সহায়তা করেছিলেন। সেই অলিম্পিয়ান হলেন রয় বেঞ্জামিন। তিনি আমেরিকা দলের অ্যাথলিট হিসেবে প্যারিস অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রয় বেঞ্জামিন আসলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার উইনস্টন বেঞ্জামিনের ছেলে। ছোট বেঞ্জামিন প্যারিস অলিম্পিকে দুটো স্বর্ণপদকও পেয়েছেন। তার মধ্যে একটি ৪০০ মিটার হার্ডলসে। আরেকটি, ৪×৪০০ মিটার রিলেতে। বছর দুয়েক আগে উইনস্টনের আবেদনের ভিত্তিতে তাঁকে সাহায্য করেছিলেন শচীন তেণ্ডুলকার।
সেই সাহায্যের বিষয়টি হল উইনস্টনের ক্রিকেট অ্যাকাডেমি। অ্যান্টিগায় উইনস্টন ক্রিকেট অ্যাকাডেমি চালান। তাঁর সেই অ্যাকাডেমি চালানোর জন্যই ক্রিকেট সংক্রান্ত বেশ কিছু জিনিসের প্রয়োজন হয়েছিল। সেই জন্য উইনস্টন শচীনের শরণাপন্ন হন। উইনস্টন বলেছিলেন, তাঁর কোনও আর্থিক সাহায্য চাই না। শুধু, শচীন যেন ক্রিকেটের সামগ্রী তাঁর ক্রিকেট অ্যাকাডেমিকে উপহার দেন, সেই অনুরোধই করেছিলেন বেঞ্জামিন। শচীন সেই অনুরোধ ফেলেননি। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকার আবেদন মেনে তাঁকে নানা ক্রিকেটীয় সামগ্রী উপহার দিয়েছিলেন। শুধু শচীনই নন। ভারত থেকে প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনও ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারকে সাহায্য করেছিলেন।
উইনস্টন বেঞ্জামিনের সঙ্গে ভারতের সম্পর্ক তাঁর আন্তর্জাতিক খেলায় পা রাখার সময় থেকেই। ভারতের মাটি থেকেই উইনস্টনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। ১৯৮৭ সালে তিনি দিল্লির ফিরোজ শাহ কোটলায় ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটের দুনিয়ায় পা রেখেছিলেন। একদিনের ক্রিকেটে ১০৬ ম্যাচে উইনস্টন বেঞ্জামিনের সংগ্রহ ১৬১ উইকেট। তার মধ্যে সেরা খেলাটাও তিনি ভারতের বিরুদ্ধেই খেলেছিলেন।
সেই উইনস্টন বেঞ্জামিনের ছেলেই প্যারিস অলিম্পিকের নায়ক হয়ে উঠেছেন। তিনি ৪০০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন। মজার ব্যাপার হল, ছোট বেঞ্জামিন প্যারিস অলিম্পিকে ফেভারিটের তালিকাতেই ছিলেন না। কিন্তু, তারপরও তিনি সকল বিশেষজ্ঞকে চমকে দিয়ে সোনা জিতে নিয়েছেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নও তাঁর সঙ্গেই প্যারিস অলিম্পিক প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। কিন্তু, তাঁকেও হারিয়ে দিয়েছেন জুনিয়র বেঞ্জামিন। যে বিশ্বচ্যম্পিয়নকে রয় বেঞ্জামিন হারিয়েছেন, তিনি গত অলিম্পিকের সোনাজয়ী। ২০২৩ বুদাপেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী। কিন্তু, জুনিয়র বেঞ্জামিন দৌড়ে তাঁকে শেষ মুহূর্তে টপকে গিয়েছেন।