Highest Prize Money for Gold medal winners: চলতি অলিম্পিকে ভারত ইতিমধ্যেই পাঁচ পদক জিতেছে। এর মধ্যে একটি রুপোও রয়েছে। পাঁচটির মধ্যে তিনটিই এসেছে শ্যুটিং থেকে। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে মানু ভাকের ব্রোঞ্জ জিতেছিলেন। এরপরে এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে সর্বজিৎ সিংকে নিয়ে ব্রোঞ্জ জেতেন তিনি। ৫০ মিটার রাইফেল ইভেন্টে স্বপ্নিল কুশারিও ব্রোঞ্জ জিতেছিলেন।
একই অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছেন মানু ভাকের। স্বাধীনতার পর ভারতের প্ৰথম তারকা হিসাবে একই অলিম্পিকের ইভেন্টে জোড়া পদকজয়ের কীর্তি গড়েছেন তিনি।
অন্যদিকে, টোকিও অলিম্পিকে সোনা জেতার পর অল্পের জন্য এবার প্রথম স্থান অর্জন করতে পারেননি নীরজ চোপড়া। পাকিস্তানের আর্শাদ নাদিম সোনা জেতার পর নীরজ জিতলেন রুপো। পরপর দুই অলিম্পিকে পদক জিতে নীরজ চোপড়া পৌঁছে গিয়েছেন অনন্য উচ্চতায়। তিনি দ্বিতীয় ভারতীয় এবং স্বাধীনতার পূর্বের সময় বিবেচ্য হলে তিনি চতুর্থ ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে টানা দুটো অলিম্পিকে পদক জিতলেন। একই অথবা পরপর দুটো অলিম্পিকে ইভেন্টে জোড়া পদক প্রাপকদের তালিকায় রয়েছেন সুশীল কুমার, পিভি সিন্ধু এবং মানু ভাকের।
অনেকেরই কৌতূহল থাকতে পারে, কোন দেশ পদকজয়ী ক্রীড়াবিদদের সর্বোচ্চ আর্থিক পুরস্কার প্রদান করে থাকে।
হংকং-য়ে সোনাজয়ী অলিম্পিক ক্রীড়াবিদকে দেওয়া হয় ৬.৪৫ কোটি টাকা
চিনের সঙ্গে একত্রে নয়, হংকং পৃথকভাবে অলিম্পিকে অংশগ্রহণ করে থাকে। সেদেশের সোনাজয়ী অলিম্পিয়ানকে বিশ্বের মধ্যে সর্বোচ্চ আর্থিক পুরস্কার দেওয়া হয়। CNBC-র প্রতিবেদন অনুযায়ী, হংকং অলিম্পিকের সোনাজয়ী ক্রীড়াবিদকে ৭,৬৮,০০০ মার্কিন ডলার পুরস্কার দেয়। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ কোটি ৪৫ লক্ষ টাকা।
হংকংয়ের হয়ে চলতি প্যারিস অলিম্পিকে ফেন্সিংয়ে মান ওয়াই ভিভিয়ান কং ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন। পুরুষদের ফয়েল ফেন্সিংয়ে সোনা জিতেছেন চিইউং কা লং। দুজনই হংকংয়ের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাবেন ৭,৬৮,০০০ মার্কিন ডলার। রুপো এবং ব্রোঞ্জ জয়ী ক্রীড়াবিদকে হংকংয়ের তরফে দেওয়া হয় যথাক্রমে ৩ লক্ষ ৮৪ হাজার মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ২২ লক্ষ টাকা) এবং ১ লক্ষ ৯২ হাজার মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৬১ লক্ষ টাকা)।
১৯৯৭ পর্যন্ত হংকং ব্রিটিশ কলোনি ছিল
১৯৯৭ পর্যন্ত হংকং ব্রিটিশ কলোনি ছিল। পরবর্তীতে ব্রিটিশ এবং চিনা সরকার সন্ধি চুক্তিতে সহমত হয়। সেই চুক্তির শর্ত অনুযায়ী, হংকং চীনের অধীনে থাকলেও স্বয়ত্ত শাসন ব্যবস্থা জারি থাকবে। থাকবে নিজস্ব মুদ্রা, আইনি এবং সাংবিধানিক ব্যবস্থা। ২০২১ সালের জনগণনা অনুযায়ী, হংকংয়ের জনসংখ্যা ছিল ৭,৪১,৩০৭০। ২০২৩-এ হংকংয়ের সর্বশেষ জনসংখ্যা দাঁড়িয়েছে ৭,৪৯৮,১০।
দূরে নেই সিঙ্গাপুরও
অলিম্পিক পদকজয়ীদের বিশাল আর্থিক পুরস্কার দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই সিঙ্গাপুরও। সোনাজয়ীকে দেওয়া হয় ছয় অঙ্কের আর্থিক পুরস্কার। অলিম্পিকে সোনা জিতলেই সিঙ্গাপুর সরকারের তরফে দেওয়া হয় ৭ লক্ষ ৪৫ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬.২৫ কোটি)।
প্ৰথম পাঁচ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, ইজরায়েল, কাজখস্থানও
CNBC-র প্রতিবেদন অনুযায়ী, প্ৰথম পাঁচ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া (৩ লক্ষ মার্কিন ডলার অথবা ২.৫১ কোটি টাকা), ইজরায়েল (২ লক্ষ ৭১ হাজার মার্কিন ডলার অথবা ২.২৮ কোটি টাকা) এবং কাজাখস্তান (২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার অথবা ২.০৯ কোটি টাকা)।
মার্কিন যুক্তরাষ্ট্র দেয় মাত্র ৩২ লক্ষ টাকা
অলিম্পিকে স্বর্ণ পদকজয়ীকে মার্কিন যুক্তরাষ্ট্র দেয় ৩৮ হাজার মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ লক্ষ ৯০ হাজার টাকা। এদিকে, ২০১৯-এর ভারতের যুবকল্যান মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, অলিম্পিকে সোনা, রুপো এবং ব্রোঞ্জজয়ীকে দেওয়া হয় যথাক্রমে ৭৫ লক্ষ, ৫০ লক্ষ এবং ৩০ লক্ষ টাকা।