Antim Panghal faces deportation: ৫৩ কেজি ক্যাটাগরিতে আগেই হেরে গিয়েছিলেন। প্যারিস পুলিশের তরফে এবার ভারতীয় এথলিট অন্তিম পাংঘালকে এবার জিজ্ঞাসাবাদ করা হল। তাঁর বিরুদ্ধে নিয়মভঙ্গের বড়সড় অভিযোগ ভেসে এসেছে। বলা হয়েছে, গেমস ভিলেজে নিজের বোনকে 'স্মাগল' করে ঢোকানোর চেষ্টা করেছিলেন।
বৃহস্পতিবার সকালেই জানা যায়, অন্তিম এবং তাঁর বোনকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "ফরাসি কর্তৃপক্ষের তরফে আমাদের শৃঙ্খলাভঙ্গের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার পর অন্তিম এবং তাঁর সাপোর্ট স্টাফকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।"
শুধুমাত্র অন্তিমই নন, তাঁর দুই সাপোর্ট স্টাফ ভগৎ সিং এবং বিকাশ-ও পুলিশি কেসে জড়িয়ে পড়েছেন। সূত্রের খবর অনুযায়ী, তাঁরা গেমস ভিলেজ থেকে হোটেলে যাওয়ার জন্য বুধবার বিকেলে ক্যাব বুক করেন। হোটেলে পৌঁছে ক্যাব ড্রাইভারকে ভাড়া দিতে অস্বীকার করেন। রুমে ঢুকে যাওয়ার আগে সেই গাড়ি চালকের সঙ্গে দুর্ব্যবহার-ও করেন। সেই ঘটনার পর ক্যাব চালক পুলিশে অভিযোগ দায়ের করেন।
বুধবার-ই অন্তিম ৫৩ কেজি ক্যাটাগরিতে অলিম্পিকে আত্মপ্রকাশ করেন। তাঁকে ভারতের সম্ভাব্য পদকপ্রত্যাশীদের তালিকায় রাখা হয়েছিল। তবে প্ৰথম রাউন্ডের বাউটেই একপেশেভাবে হেরে বসেন তিনি জেইনেট ইয়েটগিলের বিপক্ষে। ১৯ বছরের তারকা কাঁদতে কাঁদতে চ্যাম্প দে মার্স এরেনা ছাড়েন। হোটেলে যাওয়ার পথে তাঁকে সঙ্গ দেন তাঁর কোচ এবং বোন।
এরপরে অন্তিম তাঁর বোনকে বাক্সপত্তর গুছিয়ে তাঁর সঙ্গে গেমস ভিলেজে যেতে বলেন। গেমস ভিলেজে নিজের পরিচয়পত্র দেখিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করেন। এরপরে নিজের কার্ড তাঁর বোনকে দিয়ে দেন। তাঁর বোন সেই কার্ড নিয়ে ভিলেজে প্রবেশ করার চেষ্টা করতেই নিরাপত্তাকর্মীদের কাছে ধরা পড়ে যান।
সঙ্গেসঙ্গেই ভিলেজের মধ্যে পুলিশের তরফে জিজ্ঞাসাবাদ করা হয় অন্তিমকে। তারপরেই ফরাসি পুলিশের তরফে ভারতীয় আধিকারিকদের অন্তিমদের ভারতে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।