জল্পনা সত্যি করে রাশিয়া থেকে সরল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের খেলা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হওয়ার কথা ছিল ২০২১-২২ মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা। কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা করায় বৃহস্পতিবারই তড়িঘড়ি বৈঠকে বসে উয়েফা। তার পর সিদ্ধান্ত হয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে প্যারিসে।
আগামী ২৮ মে প্যারিসের স্তাদ দ্য় ফ্রাঁ-য়ে হবে লিগের ফাইনাল। ৮০ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়ামে ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনাল এবং ২০১৬ সালের ইউরো কাপের ফাইনালের আসর বসেছিল। উয়েফা ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং ফরাসি ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছে, তাঁরা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরা টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের জন্য রাজি হয়েছে। এত কম সময়ের মধ্যে সমস্ত আয়োজন করার বিষয়ে ম্যাক্রোঁ পাশে থাকার বার্তা দিয়েছেন উয়েফাকে।
এদিকে, ইউক্রেনে আটকে পড়া ফুটবলার এবং তাঁদের পরিবারকে উদ্ধারকাজে সবরকম সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। অনেক ফুটবলার এবং তাঁদের পরিবার ঘরছাড়া। তাঁদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে উয়েফা। পাশাপাশি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাশিয়া এবং ইউক্রেনের ক্লাব এবং জাতীয় দল উয়েফার প্রতিযোগিতায় নিউট্রাল ভেন্যুতে খেলবে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত।
আরও পড়ুন কৃষ্ণের লাল কার্ড, ওড়িশার বিরুদ্ধে ড্রয়ে স্বপ্নভঙ্গ ফেরান্দোর বাগানে
শেষবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আসর প্যারিসের মাঠে বসেছিল ২০০৬ সালে। ১৬ বছর আগে সেই ফাইনালে বার্সোলোনা আর্সেনালকে হারিয়ে ট্রফি হাতে তোলে। ২০১৯ সালে উয়েফা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেয়, ২০২১ সালের ফাইনাল হবে ৬৮ হাজার দর্শকাসন বিশিষ্ট স্তাদ দ্য ফ্রাঁ-য়ে। কিন্তু কোভিডের কারণে তা এবছর হচ্ছে।