Advertisment

Parthiv Patel blames Hardik Pandya: হার্দিকের জন্যই হেরেছে ভারত, রাজকোটে কেলেঙ্কারির পরেই অভিযোগের আঙুল প্রাক্তন তারকার

Parthiv Patel blames Hardik Pandya: হার্দিক পান্ডিয়া ধীর গতির ইনিংস খেলে দলকে বিপদে ফেলেছেন। শেষদিকে রানের গতি বাড়াতে ব্যর্থ হন তিনি। আউটও হয়ে যান তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
parthiv Patel blames Hardik Pandya

parthiv Patel blames Hardik Pandya: হার্দিককে ভারতকে হারের জন্য দুষলেন পার্থিব (টুইটার)

Parthiv Patel blames Hardik Pandya: ভারতের প্রাক্তন উইকেটকিপার পার্থিব প্যাটেল রাজকোটে মঙ্গলবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে হার্দিক পান্ডিয়ার ধীরগতির ইনিংসকে দায়ী করলেন সরাসরি।

Advertisment

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে ভারত ৪৮ রানে তিন উইকেট হারানোর পর ক্রিজে নামেন পান্ডিয়া। তবে তিনি ইনিংস গতি বাড়াতে পারেননি এবং ম্যাচকে শেষ পর্যন্ত টানার চেষ্টা করেন। শেষ দিকে দু’টি ছক্কা হাঁকালেও আস্কিং রেটে সেরকম হেরফের ঘটেনি।

ধ্রুব জুরেলের সঙ্গে ব্যাট করার সময় তিনি রান না নেওয়ার সিদ্ধান্ত নেন যাতে তিনিই স্ট্রাইক ধরে রাখতে পারেন। তবে ১৯তম ওভারে ৩৫ বলে ৪০ রান করে আউট হয়ে যান পান্ডিয়া। শেষ পর্যন্ত ভারত ২৬ রানে পরাজিত হয়, যেখানে পান্ডিয়াই দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন। তবে তার এই ব্যাটিং কৌশল প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ পার্থিব প্যাটেলের মনঃপূত হয়নি। পার্থিব প্যাটেল স্টার স্পোর্টসকে বলেছেন, “আমার মনে হয় ও উইকেটে সময় নিচ্ছিল পিচের বাউন্স ও গতি বোঝার জন্য। তবে সেট হওয়ার জন্য ২০-২৫ বল অপচয় করা যায় না। এতে অন্য ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি হয়। ও যদি বড় শট খেলতে না চায়, সেটা ঠিক আছে, কিন্তু ওঁকে অন্তত রান রোটেট করতে হবে। টানা তিন-চারটি ডট বল খেলা উচিত হয়নি।”

প্যাটেল আরও বলেন, পান্ডিয়ার ইনিংসে অতিরিক্ত ডট বল থাকায় অন্য ব্যাটসম্যানদের ওপর চাপ পড়েছে। বিশেষত, ছয় নম্বরে নামা ওয়াশিংটন সুন্দরও ধীরগতির ইনিংস খেলেন, তিনি ১৫ বলে মাত্র ৬ রান করেন এবং পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে রীতিমত স্ট্রাগল করতে দেখা গিয়েছে।

Advertisment

পার্থিব বলেছেন, “আপনি হয়তো দেখবেন পান্ডিয়া ৩৫ বলে ৪০ রান করেছে। কিন্তু ওঁর ইনিংসে প্রচুর ডট বল ছিল, যা অন্য ব্যাটসম্যানদের চাপে ফেলে দিয়েছিল। ভারতের এই বিষয় নিয়ে ভাবা উচিত। হার্দিক সময় নিতেই পারে, কারণ টার্গেট বড় ছিল না, তবে তার সঙ্গেই স্ট্রাইক রোটেট করাটাও জরুরি।” বলেছেন পার্থিব প্যাটেল।

Hardik Pandya England Indian Cricket Team England Cricket Team Team-India Team India
Advertisment