অবসর নিয়েছেন। অবসরের বিদায়ী ভাষ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিলেন পার্থিব প্যাটেল। জানিয়ে দিলেন কতটা কৃতজ্ঞ তিনি। অবসর নেওয়ার পর টুইটারে লম্বা পোস্ট করেন তিনি।
সেখানেই পার্থিব লেখেন, "যে সমস্ত অধিনায়কদের অধীনে খেলেছি। তাদের প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ। বিশেষ করে আমার প্রথম ক্যাপ্টেন দাদার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। উনি আমার উপর অনেক ভরসা করেছিলেন।"
আরো পড়ুন: ক্রিকেট কেরিয়ারে ‘পর্দা নামালেন’, বাইশ গজে আর দেখা যাবে না পার্থিবকে
২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলের জার্সিতে বিলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছিলেন। সেই সময় জাতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই টিমেই ছিলেন শচীন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়দের মত রথী মহারথীরা।
টুইটারে লম্বা পোস্টে সেই প্রসঙ্গ উল্লেখ করে পার্থিব লেখেন, "মহাতারকাদের সান্নিধ্য পাওয়ায় নিজেকে এখনো গর্বিত মনে হয়। ওঁদের অনেককেই এখন বন্ধু বলি। ওঁদের কাছ থেকে অনেককিছু শিখেছি। শুধু সতীর্থরাই নন, প্রতিপক্ষ ক্রিকেটারদের কাছ থেকেও শিক্ষা পেয়েছি।"
পার্থিব প্যাটেল টেস্টে জাতীয় দলের হয়ে ২৫টি ম্যাচ খেলেন। ৩১.১৩ গড়ে করেন ৯৩৪ রান। এছাড়াও ৩৮টি ওডিআই এবং ২টি টি-২০ ম্যাচেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। জোহানেসবার্গে ২০১৮ সালে টেস্ট ম্যাচে শেষবার জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায় পার্থিবকে।
ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা তারকা পার্থিব। ১৯৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১১ হাজারের বেশি রান করেছেন। ২৭টি সেঞ্চুরি সহ ৬৭টি হাফসেঞ্চুরিও তাঁর নামের পাশে। গত কয়েক মরশুম ধরেই পার্থিব গুজরাত দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন। ২০২৬-১৭ সালে রঞ্জিতে চ্যাম্পিয়নও হয় গুজরাত পার্থিবের ক্যাপ্টেন্সিতে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, সিএসকে, সানরাইজার্স হায়দরাবাদের মত একাধিক দলে খেলেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন