New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/weeee.jpg)
পার্থিবের জন্য়ই এবার থেকে সোশালে কিছু লেখার আগে দু'বার ভাববে আরসিবি
ফ্য়ানেদের সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকার জন্য় আইপিএল ফ্র্য়াঞ্চাইজিগুলি সোশাল মিডিয়ায় সক্রিয় থাকে। বিভিন্ন রকমের পোস্ট করে তারা মতামত জানতে চায়। ব্য়তিক্রম নয় রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (আরসিবি)।
পার্থিবের জন্য়ই এবার থেকে সোশালে কিছু লেখার আগে দু'বার ভাববে আরসিবি
ফ্য়ানেদের সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকার জন্য় আইপিএল ফ্র্য়াঞ্চাইজিগুলি সোশাল মিডিয়ায় সক্রিয় থাকে। বিভিন্ন রকমের পোস্ট করে তারা মতামত জানতে চায়। ব্য়তিক্রম নয় রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (আরসিবি)। বিরাট কোহলির দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার সংখ্য়া ৩.১ মিলিয়ন।
সম্প্রতি ইনস্টাগ্রামে তারা একটি পোস্ট করেছিলেন। যা বুমেরাং হয়ে ফিরে এল। সৌজন্য়ে দলের উইকেটকিপার-ব্য়াটসম্য়ান পার্থিব প্য়াটেল। আরসিবি লেখে, "ধরুন আমাদের ২৪০ রানের টার্গেট তাড়া করতে হচ্ছে, নন স্ট্রাইকার এন্ডে বিরাট কোহলির সঙ্গে কার ওপেন করা উচিত? পার্থিব (প্য়াটেল) নাকি দেবদত্ত (পাড়িক্কল)?" এই পোস্ট মোটেই পছন্দ হয়নি পার্থিবের। তিনি পোস্টের নিচে কমেন্ট করে লেখেন, "আরসিবি কেন চাইছে যে আমরা ২৩৯ রান দেব?"
IPL 2020: টুইটে খোঁচা ডিন জোন্সের, প্রাক্তন অজিকে স্ট্রেইট ব্য়াটে ওড়ালেন পার্থিব
View this post on InstagramA post shared by Royal Challengers Bangalore (@royalchallengersbangalore) on
আরসিবি আসন্ন আইপিএলে ১৩ জন প্লেয়ারকে ধরে রেখেছে আর ১২ জন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। গতবারের ফর্মের বিচারেই রয়েছেন পার্থিব। আরসিবি-র ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস মাইক হেসন গত ১৫ নভেম্বর টুইট করে জানিয়ে দেন যে, কাদের রাখা হয়েছে ২০২০ আইপিএলের জন্য়। পার্থিবের নাম দেখে চমকে গিয়েছেন প্রাক্তন অজি ক্রিকেটার ও অধুনা ক্রিকেট বিশেষজ্ঞ ডিন জোন্স তিনি সেই টুইটারে লেখেন, ”তোমরা পার্থিব প্য়াটেলকে রেখে দিলে”? আর এর উত্তরটাও পার্থিব স্ট্রেইট ব্য়াটে দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, "যাতে আপনি ডাগআউটে শান্তিতে বসতে পারেন।"