অবসর নিয়েই বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে দিলেন পার্থিব প্যাটেল। সরাসরি বিরাট কোহলির নেতৃত্বে অনাস্থা জানিয়ে বলে দিলেন, টি২০ বিশ্বকাপের আগে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করা হোক। আরসিবিতে বিরাট কোহলির অধিনায়কত্বে খেলেছেন তিনি। তারপরেই তাঁর পর্যবেক্ষণ, রোহিত শর্মা নেতৃত্ব গুণে এগিয়ে বিরাট কোহলির থেকে।
স্পোর্টস টক-এ দেওয়া সাক্ষাৎকারে পার্থিব প্যাটেল অবসরের পরেই জানিয়েছেন, "রোহিত শর্মা দেখিয়ে দিয়েছে। কীভাবে দল বিল্ড আপ করতে হয়। ও দেখিয়ে দিয়েছে কীভাবে টুর্নামেন্ট জিততে হয়। আমার মনে হয় ওঁকে একটা ফরম্যাটে ক্যাপ্টেন করলে দোষের কিছু হবে না। এতে বিরাটের উপর থেকেও কিছুটা চাপ কমে যাবে।"
আরো পড়ুন: মদের ঘোরে ইন্ডিয়ার গোপন তথ্য পাচার শাস্ত্রীর! ফাঁস করলেন চ্যাপেল
এরপরে পার্থিবের আরো সংযোজন, "এত ট্রফি জেতার পর বোঝা যাবে রোহিত চাপের মুখে কেমন সিদ্ধান্ত নেয়। মুম্বই ইন্ডিয়ান্স প্রত্যেক মরশুমেই সেটলড দল খেলায়। রোহিত জানে কীভাবে দলকে ধীরে ধীরে গড়ে তুলতে হয়।"
টানা পাঁচবার আইপিএল ট্রফি জিতেছেন রোহিত। তারপরেই একাধিক ক্রিকেট ব্যক্তিত্ব রোহিতকে জাতীয় দলের ক্যাপ্টেন করার জন্য আওয়াজ তুলেছেন। সম্প্রতি চোট আঘাতের সমস্যায় ভুগলেও রোহিতকেই টি২০ বিশ্বকাপে নেতা চাইছেন পার্থিব। গুজরাটের তারকা ক্রিকেটার জানিয়ে দিয়েছেন, "টি২০ বিশ্বকাপে খেলার মত ফিটনেস যদি রোহিতের থাকে। তাহলে ওঁকেই নেতৃত্বে আনা হোক। এটা একান্তই আমার মত।"
তবে স্প্লিট ক্যাপ্টেনশিপের জন্য রোহিত-বিরাটের মধ্যে স্বার্থের সংঘাত হবে, এমনটা যেন না হয়। পার্থিবের বক্তব্য, "এই আলোচনা যেন দুই তারকার মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি না করে। যে কারণে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, তা হল ভারতের হাতে নেতৃত্বের অপশন রয়েছে। যদি অপশন না থাকে, তাহলে তুলনাও হবে না। আইপিএল দুই তারকাকেই নেতৃত্বের সুযোগ দিয়েছে। তাই তুলনা তো থাকবেই।"
আরসিবিতে বিরাটের নেতৃত্বে খেলা পার্থিবের যুক্তি এখন বোর্ডের শীর্ষ নেতৃত্ব শোনে কিনা, সেটাই এখন দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন