Advertisment

ফ্রিতে ড্রিঙ্কসের জন্য আইপিএলে আসে অস্ট্রেলিয়ানরা, বড়সড় অভিযোগ এবার সুপারস্টারের

এর আগেও ম্যাক্সওয়েলকে আইপিএলে ১০ কোটির চিয়ারলিডার বলে ব্যঙ্গ করেছিলেন শেওয়াগ। তখন পাল্টা অজি তারকা জানান, বীরু আমার বিষয়ে বরাবর খোলামেলা মতামত জানায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফ্রি-তে ড্রিংকস পান করার জন্য আইপিএলে খেলতে আসে অস্ট্রেলিয়ানরা। এমনই ভয়ানক মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন বীরেন্দ্র শেওয়াগ। সরাসরি জানিয়ে দিলেন, ম্যাক্সওয়েলের মত ক্রিকেটাররা এখানে স্রেফ মজা করতে আসে।

Advertisment

আইপিএলে চূড়ান্ত ব্যর্থ ম্যাক্সওয়েল দেশের জার্সিতে ফিরেই রানের ফুলঝুড়িতে মাতিয়ে রেখেছেন। টি২০-তে ৭৮ করার পাশাপাশি ওডিআইতে তিন ম্যাচেই ১৬৭ করে ফেলেছেন। তারপরেই ম্যাক্সওয়েলের খেলার দৃষ্টিভঙ্গি নিয়ে প্ৰশ্ন তুলে দিয়েছেন। বলেছেন, "জাতীয় দলের হয়ে খেলার সময় ও পুরোপুরি পাল্টে যায়। যখন অস্ট্রেলিয়ায় খেলে তখন ও জানে, দু-একটা খারাপ ইনিংস খেললেই বাদ পড়ে যাবে। তখন আবার কামব্যাক করা মুশকিল হয়ে যাবে।"

আরো পড়ুন: আম্পায়ারের বগলে এবার সুগন্ধীর বিজ্ঞাপন! অভিনব কাণ্ডের সাক্ষী হচ্ছে ক্রিকেট

একের পর এক তোপ দেগে নজফগড়ের নবাব আরো বলেছেন, "আইপিএলে কোনোরকম চাপই নেয় না ও। ক্রিকেটারদের উৎসাহ জোগানোর জন্য সমস্ত কিছু করে থাকে এখানে- নাচানাচি করা, ঠাট্টা তামাশা করা। শুধু মজা করার জন্য ওঁকে আইপিএলে দেখা যায়। ম্যাচ শেষ হলেই ফ্রি ড্রিংকস পাওয়া যায় আইপিএলে। সেই ড্রিংকস নিয়ে নিজের রুমে গিয়ে পান করে।"

কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে ১৩ ইনিংস খেলে মাত্র ১০৮ রান করেছেন ম্যাড ম্যাক্স। বল হাতে নিয়েছেন মাত্র ৩ উইকেট। সবমিলিয়ে আইপিএলে ৮২ ম্যাচ খেলে ২২ গড়ে ১৫০৫ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৯২। বল হাতে নিয়েছেন মাত্র ১৯ উইকেট। যা মোটেই তাঁর জাতীয় দলের পারফরম্যান্সের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

শেওয়াগের তাই তোপ, "ও মোটেই আইপিএলে খেলার বিষয়ে সিরিয়াস নয়। এখানে ক্রিকেটের পরিবর্তে গলফ-এ ওঁর উৎসাহ বেশি থাকে। কারণ ও যদি সিরিয়াস হত, খেলায় নিশ্চয় তাঁর প্রভাব পড়ত।"

প্রসঙ্গত এর আগেও ম্যাক্সওয়েলকে আইপিএলে ১০ কোটির চিয়ারলিডার বলে ব্যঙ্গ করেছিলেন শেওয়াগ। তখন পাল্টা অজি তারকা জানান, "বীরু আমার বিষয়ে বরাবর খোলামেলা মতামত জানায়। মিডিয়াতে এই কারণেই ও রয়েছে। ও যা খুশি বলতে পারে। আমি সামনের দিকে তাকাতে চাই।"

তাঁর বিরুদ্ধে নয়া অভিযোগের পর এখন ম্যাক্সওয়েলের কী বলেন সেটাই দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Virender Sehwag
Advertisment