আইপিএলে কোহলির দলের অন্যতম বড় ভরসা ছিলেন। দলের বাকি ক্রিকেটাররা যেখানে ন্যূনতম পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ। সেখানেই ধারাবাহিকতায় নজর কেড়েছিলেন পার্থিব প্যাটেল। বাবা হাসপাতালে ভর্তি, এমন অবস্থায় ব্যাট হাতে এবং উইকেটের পিছনে দারুণ পারফর্ম করেছেন তারকা ক্রিকেটার। দল প্লে অফে ওঠার যোগ্যতা অর্জন না করতে পারলেও ১৪ ম্যাচে ৩৭৩ রান তুলে নজর কেড়েছেন গুজরাটের তারকা ক্রিকেটার। তবে আইপিএলের পরে শিরোনামে পার্থিব। আরও একবার। তবে তা পুরোটাই অ-ক্রিকেটীয় কারণে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্রিকেটীয় ভাষায় অভিনব শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যা নিয়ে রীতিমতো চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন
২৪ ঘণ্টাও হয়নি ঐতিহাসিকভাবে বিপুল ভোটে জয়ী হয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। বিজেপি একাই ৩০০ এবং এনডিএ জোট সাড়ে তিনশো-র টার্গেট স্কোরবোর্ডে তুলে দেওয়ার পর প্রতিপক্ষ কার্যত খড়কুটোর মতোই উড়ে গিয়েছে। সর্বভারতীয় স্তরে মোট ৬৩ শতাংশ ভোট তুলেছে বিজেপি। গতবারের থেকেও বেশি ভোট নিয়ে ক্ষমতায় আসার পরেই পার্থিবের ছোট্ট টুইট মন কেড়েছে।
পার্থিব নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছেন, "সঠিক নেতা, দুর্ধর্ষ একটা দল! দারুণ পেস আক্রমণ। সঠিক দিশা। ভারত সুরক্ষিত হাতেই রয়েছে।" এই টুইটে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে হ্যাশট্যাগে রেখে পার্থিব জুড়ে দিয়েছেন, 'আ বেটার নেশন এভরি ডে'।
পার্থিবের সঙ্গে শুভেচ্ছা ভেসে এসেছে যুবরাজ সিংয়ের কাছ থেকেও। বর্ষীয়ান তারকা টুইট করেছেন, "ঐতিহাসিক জয়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে হার্দিক শুভকামনা।"
আগামী সপ্তাহেই রাষ্ট্রপতির কাছে সরকার গড়ার আর্জি নিয়ে যাবে নরেন্দ্র মোদি ব্রিগেড। তার আগে ভারতীয় ক্রিকেটারদের অভিনন্দন বার্তা পেয়ে রীতিমতো আপ্লুত তিনি।