আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় এশিয়ার একাধিক দেশকে হারিয়ে সোনা জয় করে বাজিমাত করল পূর্ব মেদিনীপুরের পাঁচ প্রতিযোগী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় তাদের এমন সাফল্যে খুশিতে ভাসছে এলাকাবাসী। ভারত সহ নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার ও শ্রীলঙ্কা দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তবে বাজিমাত করল বাংলার ছেলেরাই।
Advertisment
গত ৩০ শে এপ্রিল যাদব বিশ্ববিদ্যালয়ের ওএটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় স্পোর্টস ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশগ্রহণ করে ভারত সহ নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার ও শ্রীলঙ্কা। আন্তর্জাতিক স্তরের এই ক্যারাটে প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে সোনা জেতেন পূর্ব মেদিনীপুরের পাঁচ প্রতিযোগী। ভগবানপুরের তৃতীয় শ্রেণীর ছাত্র অমিত মাইতি, অষ্টম শ্রেণীর মৌসুমী গিরি, দশম শ্রেণীর সুপ্রকাশ আচার্য্য , অর্পিতা দাস ও পল্লবী ভূঞ্যা বাংলার মুখ উজ্জ্বল করেছে।
তাদের এমন সাফল্যে খুশি পরিবার সহ প্রশিক্ষক সংস্থা। পূর্ব মেদিনীপুর জেলার সমাজসেবক সন্দীপ মাইতি ও তার লিপিকা মাইতির উদ্যোগে ভগবানপুর ২ নং ব্লকের মুগবেড়িয়াতে গড়ে তোলা হয়েছে বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ সংস্থা ’দ্যা আরসিএম স্বপনিল’। এই সংস্থার উদ্যোগে ভগবানপুরের প্রায় ২০০০ জনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কেন্দ্রের প্রশিক্ষক সাগর খামরই ও প্রশান্ত সিং নেতৃত্বে প্রতিযোগীতারা অংশ নেয়। সংস্থার তরফে সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকার সম্মুখে তাকে পুস্প স্তবক ও মুখ মিষ্টি করিয়ে সংবর্ধনা জানানো হয়। আগামীতে আরও সাফল্যের কামনা করেন সকলে।