/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/parupalli.jpg)
পারুপল্লি কাশ্যপ। ছবি: ফেসবুক থেকে
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)-র উপর বেজায় চটেছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পারুপল্লী কাশ্যপ। ক্ষোভের উৎস, বিশ্বজোড়া করোনা-কবলিত আবহের মধ্যে গতকাল আইওসি-র একটি বিবৃতি। যে বিবৃতিতে আগামি ২৪ জুলাই থেকে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক্স নির্দিষ্ট সময়েই আয়োজন করার বিষয়ে নিজেদের আশাবাদ ব্যক্ত করেছিল আইওসি। আইওসি বলেছিল, ২৪ জুলাই থেকে ৯ আগস্টের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অলিম্পিক আয়োজনের পরিকল্পনা নিয়েই আপাতত তারা এগোচ্ছে। কোনও "চরম সিদ্ধান্ত" এখনই নেওয়া হচ্ছে না।
বিবৃতিতে আইওসি আরও জানিয়েছিল, "অলিম্পিকের এখনও চার মাস বাকি। নির্দিষ্ট সময়েই অলিম্পিক হবে, এই ভেবেই আমরা এগোচ্ছি। এখন থেকেই অতিরিক্ত জল্পনার কোনও প্রয়োজন নেই। কোনও চরম সিদ্ধান্তও আমরা এই মূহুর্তে নিচ্ছি না। অলিম্পিকে অংশগ্রহণকারীদের সাধ্যমতো প্রস্তুতি নিতে আমরা উৎসাহ দিচ্ছি।"
IOC is encouraging us to continue training .. and how ? Where ? Ur joking right ????????????????♂️ https://t.co/xQIY7LEuoK
— Parupalli Kashyap (@parupallik) March 18, 2020
বর্তমান পরিস্থিতিতে অংশগ্রহণকারীদের সাধ্যমতো প্রস্তুতি নিতে বলায় রীতিমতো ক্ষিপ্ত ভারতীয় ব্যাডমিন্টনের তারকা পারুপল্লী কাশ্যপ। যিনি টুইট করে বলেছেন, "আইওসি আমাদের প্রস্তুতি চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছে। কিন্তু প্রস্তুতিটা হবে কীভাবে? এবং কোথায়? ইয়ার্কি হচ্ছে?"
আইওসি অবশ্য গতকালের বিবৃতিতে মেনে নিয়েছে, করোনার প্রার্দুভাবের জন্য অলিম্পিকের যোগ্যতা অর্জনকারী পর্ব বেশ কিছুটা ব্যাহত হচ্ছে বিভিন্ন দেশে। অলিম্পিকে অংশ নেবেন প্রায় ১১ হাজার অ্যাথলিট। যাঁদের মধ্যে ৫৭ শতাংশ ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছেন। সমস্যা দেখা দিচ্ছে বাকি ৪৩ শতাংশ নিয়ে। আইওসি-র বক্তব্য, বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়াসংস্থার সঙ্গে আলোচনা করে এই ৪৩ শতাংশের বিষয়ে সিদ্ধান্ত হবে। অতীতের র্যাঙ্কিং এবং পারফরম্যান্স বিচার করে যোগ্যতামান নির্ধারনেরও সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, বিশ্বের নামিদামি তারকাদের সমালোচনার মুখে পড়ে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) আগামি ১২ এপ্রিল পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক টুর্নামেন্ট স্থগিত রেখেছে।