আইপিএল ২০১৮: প্যাট কামিন্সের খেল খতম

আইপিএল ইলেভেনে চোট পাওয়া ক্রিকেটারদের তালিকায় নয়া সংযোজন প্যাট কামিন্স। পিঠের চোটের জন্য় এবারের মতো আইপিএল-এ বিদায় ঘণ্টা বেজে গেল অজি ফাস্ট বোলারের।

আইপিএল ইলেভেনে চোট পাওয়া ক্রিকেটারদের তালিকায় নয়া সংযোজন প্যাট কামিন্স। পিঠের চোটের জন্য় এবারের মতো আইপিএল-এ বিদায় ঘণ্টা বেজে গেল অজি ফাস্ট বোলারের।

author-image
IE Bangla Web Desk
New Update
আইপিএল ২০১৮: কামিন্সের খেল খতম। (ফাইল চিত্র)

আইপিএল ২০১৮: কামিন্সের খেল খতম। (ফাইল চিত্র)

আইপিএল-এ বিদায় ঘন্টা বেজে গেল প্যাট কামিন্সের। পিঠে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন অজি ফাস্ট বোলারর।সবে তিনদিন হলো আইপিএল শুরু হয়েছে। এর মধ্যেই চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ক্রিকেটারের সংখ্যা সাতে দাঁড়িয়েছে, এটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। আইপিএল ইলেভেনে চোট পাওয়া ক্রিকেটারদের তালিকায় নয়া সংযোজন কামিন্স। 

Advertisment

গত মরশুমে দিল্লির হয়ে খেলা কামিন্সকে এবার ৫.৪ কোটি টাকায় কিনে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ২৪ বছরের এই পেসার টুর্নামেন্টের প্রথম ম্যাচেও চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি।কামিন্সের আগে তাঁরই স্বদেশীয় মিচেল স্টার্ক ছিটকে যান আইপিএল থেকে। কামিন্সের না-খেলার কথা ক্রিকেট অস্ট্রেলিয়াই নিশ্চিত করেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া সাপোর্ট টিমের ফিজিওথেরাপিস্ট ডেভিড বেকলে জানিয়েছেন যে, কামিন্সের মেরুদণ্ডের অস্থিসন্ধি কিছুটা ফুলে গেছে। ফলে এই মুহূর্তে বোলিং থেকে বিরত থাকা উচিত কামিন্সের। তিনি আরও জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে কামিন্সের পিঠে ব্যাথা হচ্ছিল। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরেই তাঁরা চোটের ব্যাপারে নিশ্চিত হয়েছেন। কামিন্সের এখন রিহ্যাব হবে। শুধু আইপিএল-ই নয়, জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধেও কামিন্সের খেলা নিয়ে অনিশ্চিত ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৮ বছর বয়সে কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক করেন। তারপর থেকেই ক্রমাগত পিঠের চোটে ভুগছেন তিনি। কিন্তু প্রতিবারই প্রত্যাবর্তন করে বুঝিয়ে দিয়েছেন যে, অস্ট্রেলিয়ার অন্যতম ভরসামান বোলার তিনি।

Advertisment

এবার দেখে নেওয়া যাক আইপিএল-এ চোট পাওয়া ক্রিকেটাররা কারা

মিচেল স্টার্ক (পা) কেকেআর

মিচেল স্যান্টনার (হাঁটু) সিএসকে

কেদার যাদব (হ্যামস্ট্রিং) সিএসকে

কাগিসো রাবাদা (পিঠ) দিল্লি ডেয়ারডেভিলস

ন্যাথান কুল্টার নাইল (পিঠ) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

জেসন বেহরেনডফ (পিঠ) মুম্বই ইন্ডিয়ান্স

প্যাট কামিন্স (পিঠ) মুম্বই ইন্ডিয়ান্স

IPL 2018 Mumbai Indians