জুভেন্তাসের তারকা মিডফিল্ডার পাওলো দিবালা করোনাভাইরাসে আক্রান্ত। এই নিয়ে জুভেন্তাসের তিনজন ফুটবলার করোনা-আক্রান্ত হলেন।এর আগে দানিয়েল রুগানি এবং ব্লেজ মাতুইদির করোনা ধরা পড়েছিল। দু'জনেই বর্তমানে চিকিৎসাধীন। আর্জেন্টিনার জাতীয় দলের তারকা পাওলো দিবালা শনিবার নিজেই টুইট করে জানিয়েছেন, "পরীক্ষায় ধরা পড়েছে, আমি এবং আমার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি দু'জনেই করোনা-পজিটিভ। আমরা এখন চিকিৎসাবিধি অনুযায়ী নিজেদের বাড়িতে 'আইসোলেশন'-এ আছি।"
এদিকে, ইতালির কিংবদন্তি প্রাক্তন সেন্টার ব্যাক পাওলো মালদিনিও আক্রান্ত হয়েছেন করোনায়। পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়েছে মালদিনি-পুত্র ড্যানিয়েলের শরীরেও। এসি মিলানের প্রাক্তন ডিফেন্ডার মালদিনি বর্তমানে ওই ক্লাবেরই টেকনিক্যাল ডিরেক্টর। বিশ্বের সর্বকালীন সেরা ডিফেন্ডারদের অন্যতম পাওলো মালদিনির করোনা ধরা পড়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে দুনিয়ার ফুটবলমহলে।
তবে আশার কথা, সপুত্র মালদিনি সুস্থ হয়ে উঠছেন। এসি মিলানের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "মালদিনি এবং ড্যানিয়েল এখন সুস্থ হয়ে ওঠার পথে। চোদ্দদিনের কোয়ারান্টাইন তাঁরা কাটিয়ে উঠেছেন। তবে আরও কিছুদিন তাঁদের ঘরবন্দি থাকতে হবে, যতদিন না করোনার যাবতীয় উপসর্গ দূর হচ্ছে তাঁদের শরীর থেকে।"
প্রসঙ্গত, ইতালি এখন করোনা-কবলিত দেশগুলির মধ্যে এক নম্বরে। শনিবারই ইতালিতে মৃত্যু হয়েছে ৭৯৩ জনের। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা ৪,৮২৫।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন প্রেসিডেন্ট লোরেঞ্জো সাঞ্জ (৭৬)। জ্বর নিয়ে সপ্তাহখানেক আগে মাদ্রিদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিয়ালের এই প্রাক্তন ফুটবল-কর্তা।