IPL 2025, PBKS vs KKR, Highlights: ৯৫ রানে বান্ডিল, নববর্ষে লজ্জার হার স্বীকার কলকাতার

PBKS vs KKR Highlights, Punjab Kings vs Kolkata Knight Riders IPL 2025: আজ ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে ১৬ রানে হারাল পঞ্জাব কিংস। যুজবেন্দ্র চাহাল ৪ উইকেট শিকার করলেন।

PBKS vs KKR Highlights, Punjab Kings vs Kolkata Knight Riders IPL 2025: আজ ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে ১৬ রানে হারাল পঞ্জাব কিংস। যুজবেন্দ্র চাহাল ৪ উইকেট শিকার করলেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IPL 2025 PBKS vs KKR Live Score: আজ ঘরের মাঠে পাঞ্জাব কিংসের লড়াই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে

IPL 2025 PBKS vs KKR Live Score: আজ ঘরের মাঠে পাঞ্জাব কিংসের লড়াই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে

PBKS vs KKR IPL 2025 Highlights: নমস্কার! iebangla-র লাইভ ব্লগে আপনাকে স্বাগত। আজ ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস (PBKS)। পঞ্জাব কিংসের তাদের আগের ম্যাচে বিশাল স্কোর করেও জিততে পারেনি। কিন্তু, এই ম্য়াচে আবারও তারা জয়ের সরণীতে ফিরে এল। কলকাতা নাইট রাইডার্সকে তারা ১৬ রানে হারিয়ে দিল। 

Advertisment

পঞ্জাব কিংস বনাম কেকেআর ম্য়াচে পঞ্জাব টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ১৫ ওভারে ১০ উইকেট হারিয়ে তারা ১১১ রান করে। কলকাতাকে এই ম্য়াচটা জেতার জন্য ১১২ রান করতে হবে। পঞ্জাবের হয়ে সর্বাধিক ৩০ রান করলেন প্রভসিমরন সিং। কেকেআর ব্রিগেডের হয়ে সর্বাধিক ৩ উইকেট শিকার করেন হর্ষিত রানা। এছাড়া সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী দুটো করে উইকেট শিকার করেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পঞ্জাব কিংসের সর্বনিম্ন স্কোরের রেকর্ড ছিল ১১৯ রানের। আজ সেই রেকর্ডও ভেঙে গেল।

KKR-এর ব্যটিং ব্যর্থতা

এরপর ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। শুরু থেকেই তারা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে। তৃতীয় উইকেটে অজিঙ্কা রাহানে এবং অঙ্গকৃশ রঘুবংশীর মধ্যে ৫৫ রানের একটা পার্টনারশিপ গড়ে উঠলেও, জয়ের জন্য তা একেবারেই পর্যাপ্ত ছিল না। এই ম্য়াচে পঞ্জাবের হয়ে ৪ উইকেট শিকার করেছেন যুজবেন্দ্র চাহাল। পাশাপাশি, প্রাক্তন দলকে হারিয়ে শ্রেয়স আইয়ারও যথেষ্ট খুশিই হবে। এই হার কলকাতার সামনে প্লে-অফের রাস্তা যে কিছুটা হলেও কঠিন করল, তা বলা যেতেই পারে।

  • Apr 15, 2025 22:42 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: মাত্র ৯৫ রানে অলআউট কলকাতা নাইট রাইডার্স

    অবিশ্বাস্য একটা ম্য়াচ জিতল পঞ্জাব কিংস। ১১১ রানে অলআউট হওয়ার পর কেউ আশা করতে পারেননি যে এই দলটা ১৬ রানে ম্য়াচ জিততে পারে। এই ম্য়াচ হারের পাশাপাশি নেট রানরেটেও বড়সড় ধাক্কা খেল কেকেআর।



  • Apr 15, 2025 22:21 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: দায়িত্ব পালনে ব্যর্থ রমনদীপ

    রমনদীপ সিং আউট হতেই কেকেআর ব্রিগেডের সপ্তম উইকেটের পতন হল। ০ রান করে তিনি আউট হল।



  • Advertisment
  • Apr 15, 2025 22:18 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: কলকাতার পঞ্চম উইকেটের পতন

    ভেঙ্কটেশ আইয়ার আউট হতেই কেকেআর ব্রিগেডের পঞ্চম উইকেটের পতন হল। ৭ রান করে তিনি আউট হল। গ্লেন ম্য়াক্সওয়েল তাঁর উইকেট শিকার করেন।



  • Apr 15, 2025 22:17 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: ১০ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর

    ১০ ওভার শেষে কেকেআর ব্রিগেড ৪ উইকেট হারিয়ে ৭২ রান করেছে। কলকাতার জয়ের জন্য ৬০ বলে ৪০ রান দরকার।



  • Apr 15, 2025 22:15 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: আউট অঙ্গকৃশ রঘুবংশী

    অঙ্গকৃশ রঘুবংশী আউট হতেই কেকেআর ব্রিগেডের চতুর্থ উইকেটের পতন হল। ৩৭ রান করে তিনি আউট হল। যুজবেন্দ্র চাহাল তাঁর উইকেট শিকার করেন।



  • Apr 15, 2025 22:14 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: অষ্টম ওভারে ১ উইকেট ৮ রান

    ৮ ওভার শেষে কেকেআর ৩ উইকেট হারিয়ে ৬৮ রান করেছে। কেকেআর ব্রিগেডের জয়ের জন্য ৭২ বলে ৪৪ রান দরকার।



  • Apr 15, 2025 22:12 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: কেকেআর শিবিরে তৃতীয় ধাক্কা

    অজিঙ্কা রাহানে আউট হতেই কেকেআর ব্রিগেডের তৃতীয় উইকেটের পতন হল। ১৭ রান করে তিনি আউট হল। যুজবেন্দ্র চাহাল তাঁর উইকেট শিকার করেন।



  • Apr 15, 2025 22:10 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: পাওয়ার প্লে শেষে কেকেআর-এর স্কোর

    ৬ ওভারের খেলা শেষ হল। আপাতত কলকাতা ৫৫ রানে দাঁড়িয়ে রয়েছে। ক্রিজে রয়েছেন অঙ্গকৃশ রঘুবংশী (৩১) এবং অজিঙ্কা রাহানে (১৩)।



  • Apr 15, 2025 21:25 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: আউট হলেন কুইন্টন ডি কক

    আউট হলেন কুইন্টন ডি কক। কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় উইকেটের পতন হল। মাত্র ২ রান করে তিনি জেভিয়ার বার্টলেটের বলে আউট হয়ে যান। বাউন্ডারি লাইনে সূর্যাংশ দুর্দান্ত একটা ক্যাচ নিলেন।



  • Apr 15, 2025 21:23 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: প্রথম ওভারে এল ৭ রান

    প্রথম ওভারের খেলা শেষ হল। আপাতত কলকাতার স্কোর ১ উইকেটে ৭ রান। ক্রিজে রয়েছেন কুইন্টন ডি কক এবং অজিঙ্কা রাহানে।



  • Apr 15, 2025 21:21 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: প্রথম ধাক্কা খেল কেকেআর

    সুনীল নারিন আউট হতেই কেকেআর-এর প্রথম উইকেটের পতন হল। ৫ রান করে মার্কো জেনসেনের বলে আউট হলেন তিনি।



  • Apr 15, 2025 21:19 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: টার্গেট তাড়া করতে নামল কেকেআর

    টার্গেট তাড়া করতে নামল কলকাতা নাইট রাইডার্স। ব্যট করতে নামলেন কুইন্টন ডি কক এবং সুনীল নারিন। পঞ্জাবের হয়ে বল করতে প্রস্তুত মার্কো জেনসেন।



  • Apr 15, 2025 20:58 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: ১১১ রানে অলআউট পঞ্জাব কিংস

    পঞ্জাব কিংস বনাম কেকেআর ম্য়াচে পঞ্জাব টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ১৫ ওভারে ১০ উইকেট হারিয়ে তারা ১১১ রান করে। কলকাতাকে এই ম্য়াচটা জেতার জন্য ১১২ রান করতে হবে। পঞ্জাবের হয়ে সর্বাধিক ৩০ রান করলেন প্রভসিমরন সিং। কেকেআর ব্রিগেডের হয়ে সর্বাধিক ৩ উইকেট শিকার করেন হর্ষিত রানা। এছাড়া সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী দুটো করে উইকেট শিকার করেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পঞ্জাব কিংসের সর্বনিম্ন স্কোরের রেকর্ড ছিল ১১৯ রানের। আজ সেই রেকর্ডও ভেঙে গেল।



  • Apr 15, 2025 20:57 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: নবম উইকেটের পতন পঞ্জাবের

    শশাঙ্ক সিং আউট হতেই পঞ্জাব কিংসের নবম উইকেটের পতন হল। বৈভব অরোরার বলে তিনি LBW হয়ে যান। এবার ব্যাট করতে নামলেন আর্শদীপ সিং।



  • Apr 15, 2025 20:40 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: পঞ্জাবের অষ্টম উইকেটের পতন

    মার্কো জেনসেন আউট হতেই পঞ্জাব কিংসের অষ্টম উইকেটের পতন হল। তিনি মাত্র ১ রান করেন। এই উইকেটও সুনীল নারিন শিকার করলেন।



  • Apr 15, 2025 20:39 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: ফিরে গেলেন সূর্যাংশ

    • ফিরে গেলেন সূর্যাংশ শোডগে। আর সেইসঙ্গে পঞ্জাব কিংসের সপ্তম উইকেটের পতন হল। তিনি ৪ রান করেন। সুনীল নারিন তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন।



  • Apr 15, 2025 20:37 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: দশম ওভারে ১ উইকেট ৪ রান

    ১০ ওভার শেষে পঞ্জাব কিংস ৬ উইকেট হারিয়ে ৮০ রান করেছে। আপাতত ব্যাট করছেন শশাঙ্ক সিং এবং সূর্যাংশ শোডগে।



  • Apr 15, 2025 20:35 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: আউট গ্লেন ম্য়াক্সওয়েল

    এবার ফিরতে হল গ্লেন ম্যাক্সওয়েলকে। পঞ্জাবের ষষ্ঠ উইকেটের পতন হল। তিনি ৭ রান করলেন। বরুণ চক্রবর্তী ম্যাক্সওয়েলের উইকেট শিকার করেন।



  • Apr 15, 2025 20:33 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates:পঞ্জাবের পঞ্চম উইকেটের পতন

    নেহাল বঢেরা আউট হলে পঞ্জাব কিংসের পঞ্চম ধাক্কা লাগল। ১০ রান করে তিনি অনরিক নোর্খিয়ার বলে আউট হয়ে যান।



  • Apr 15, 2025 20:13 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: পাওয়ার প্লে শেষে পঞ্জাবের স্কোর

    ৪ ওভার শেষে পঞ্জাব কিংস ৪ উইকেট হারিয়ে ৫৪ রান করেছে। আপাতত ব্যাট করছেন গ্লেন ম্য়াক্সওয়েল এবং নেহাল বঢেরা।



  • Apr 15, 2025 20:11 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: তৃতীয় উইকেট শিকার করলেন হর্ষিত রানা

    প্রভসিমরন সিং আউট হতেই চতুর্থ ধাক্কা খেল পঞ্জাব কিংস। ৩০ রান করে হর্ষিত রানার বলে আউট হয়ে গেলেন। ক্রিজে ব্যাট করতে নামলেন গ্লেন ম্যাক্সওয়েল।



  • Apr 15, 2025 20:04 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: পঞ্জাবের তৃতীয় উইকেটের পতন

    এবার ফিরলেন জস ইংলিস। পঞ্জাব কিংসের তৃতীয় উইকেটের পতন হল। বরুণ চক্রবর্তী তাঁকে প্য়াভিলিয়নের রাস্তাটা দেখিয়ে দিলেন।



  • Apr 15, 2025 20:03 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: এক ওভারে জোড়া উইকেট শিকার করলেন হর্ষিত

    ৪ ওভার শেষে পঞ্জাব কিংস ২ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে। আপাতত ব্যাট করছেন জস ইংলিশ এবং প্রভসিমরন সিং।



  • Apr 15, 2025 20:01 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: আউট হয়ে গেলেন শ্রেয়স আইয়ার

    শ্রেয়স আইয়ার আউট হতেই পঞ্জাবের দ্বিতীয় উইকেটের পতন হল। এবারও পঞ্জাব মেলের ব্রেক কষলেন সেই হর্ষিত রানা।



  • Apr 15, 2025 20:00 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: পঞ্জাবের প্রথম উইকেটের পতন

    ফিরে গেলেন প্রিয়াংশ আর্য। পঞ্জাবের প্রথম উইকেট পড়ল। ২২ রান করে হর্ষিত রানার বলে তিনি আউট হয়ে যান। ব্যাট করতে এলেন অধিনায়র শ্রেয়স আইয়ার।



  • Apr 15, 2025 19:58 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: তিন ওভার শেষে পঞ্জাবের স্কোর

    তিন ওভার শেষে পঞ্জাব কিংস বিনা উইকেটে ৩৩ রান করে ফেলেছে। ১৬ রানে ব্য়াট করছেন প্রিয়াংশ আর্য এবং ১৭ রানে প্রভসিমরন সিং।



  • Apr 15, 2025 19:57 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: শুরু হল খেলা

    পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্য়াচ শুরু হয়ে গেল। পঞ্জাবের হয়ে ব্যাট করতে নামলেন প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং। অন্যদিকে, কেকেআর ব্রিগে়ডের হয়ে বল হাতে প্রস্তুত বৈভব অরোরা।



  • Apr 15, 2025 19:08 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: টসে জিতল পঞ্জাব

    কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতল পঞ্জাব কিংস। তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।



  • Apr 15, 2025 13:31 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: PBKS বনাম KKR: একনজরে দুই দল

    পাঞ্জাব কিংস:
    শ্রেয়স আইয়ার (অধিনায়ক), যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, মার্কাস স্টোইনিস, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, বিশাখ বিজয়কুমার, যশ ঠাকুর, হরপ্রীত ব্রার, বিষ্ণু বিনোদ, মার্কো জানসেন, লকি ফার্গুসন, জশ ইংলিস, জাভিয়ার বার্টলেট, কুলদীপ সেন, পায়লা অভিনাশ, সূর্যাংশ শেঢগে, মুশির খান, হরনূর পন্নু, অ্যারন হার্ডি, প্রিয়াংশ আর্য, আজমাতুল্লাহ ওমারজাই।

    কলকাতা নাইট রাইডার্স:
    অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, কুইন্টন ডি কক (উইকেটকিপার), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), অঙ্গকৃষ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, মণীশ পান্ডে, লভনীথ সিসোদিয়া, ভেঙ্কটেশ আইয়ার, অনুকূল রায়, মইন আলি, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, এনরিক নরকিয়া, বৈভব অরোরা, ময়ঙ্ক মারকান্ডে, স্পেনসার জনসন, হর্ষিত রানা, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী এবং চেতন সাকারিয়া



  • Apr 15, 2025 11:41 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: অভিষেক শর্মার ধামাকা ব্যাটিং আগের ম্যাচে হার পাঞ্জাবের

    অত্যন্ত বিরল ঘটনা যে ২৪৫ রানের বড় স্কোর করার পরও কোনও দল হেরে যায়। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিষেকের ৫৫ বলের ১৪১ রানের ধামাকা ইনিংস পাঞ্জাব কিংসকে ধরাশায়ী করে।পাঞ্জাব কিংসের ইনিংসে ৩৬ বলে ৮২ রান করা অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অভিষেকের ব্যাটিং সামনে দাঁড়িয়ে তাঁর বোলারদের বিপর্যয় দেখে হাসি ছাড়া আর কিছুই করার ছিল না। 

     



  • Apr 15, 2025 11:40 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: বড় স্কোর করেও জিততে ব্যর্থ পাঞ্জাব কিংস

    পাঞ্জাব যদি ম্যাচের জন্য পাটা উইকেট তৈরি করে, তবে কোনও গ্যারান্টি নেই যে তাদের বোলাররা ২২০ রান পর্যন্ত রক্ষা করতে পারবে। কারণ, কলকাতা নাইট রাইডার্সের দলে রয়েছে সুনীল নারাইন, রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আইয়ারের মতো বিধ্বংসী ব্যাটসম্যান। অন্যদিকে, পাঞ্জাব যদি স্লো পিচ তৈরি করে, তবে তা তাদের জন্য বুমেরাং হতে পারে। কারণ নাইট রাইডার্সের দলে রয়েছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইনের মতো স্পিনার, যারা এই ধরনের পিচে স্পিনে মাত করতে পারে।



  • Apr 15, 2025 11:39 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: চেন্নাইকে তাদের ঘরে হারিয়ে মনোবল তুঙ্গে নাইটদের

    নাইট রাইডার্স পাটা এবং স্লো পিচে দুই ক্ষেত্রেই পারফর্ম করতে সক্ষম। তারা চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে হারিয়েছে, যা দলের মনোবল নিঃসন্দেহে বাড়িয়েছে।

     



  • Apr 15, 2025 11:38 IST

    PBKS vs KKR IPL 2025 Live Updates: ঘরের মাঠে ব্যাটিং পিচে খেলবে পাঞ্জাব?

    পাঞ্জাব কিংস মঙ্গলবার তাদের ঘরের মাঠে খেলবে, যেখানে পিচ ব্যাটিংয়ের জন্য উপযোগী। এখানে ইতিমধ্যে দুটি ম্যাচ হয়েছে যেখানে প্রথমে ব্যাট করা দল ২০০-এর বেশি রান করেছে। এই পরিস্থিতিতে, পাঞ্জাবের টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন ধরনের পিচে খেলতে চায়।



IPL 2025 KKR PBKS