PCB Chairman on Jay Shah's Pakistan visit for Champions Trophy : ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে এবং ফটোশুটের জন্য পাকিস্তানে ভ্রমণ করছেন না। ভারত নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি জানিয়েছেন যে, পিসিবির তরফে আইসিসি চেয়ারম্যান জয় শাহসহ অন্যান্য ক্রিকেট বোর্ডের প্রধানদের পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
শুক্রবার বিকেলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধনের কয়েক দিন আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নকভি বলেন, “আমরা সমস্ত অংশগ্রহণকারী বোর্ড, যার মধ্যে বিসিসিআই এবং অন্যান্য ক্রিকেট বোর্ড অন্তর্ভুক্ত, তাদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা আইসিসি চেয়ারম্যানকেও আমন্ত্রণ জানিয়েছি।"
"কিছু কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তারা সেমিফাইনাল, ফাইনাল বা টুর্নামেন্ট চলাকালীন কোনও এক সময়ে আসবেন। তবে আইসিসি চেয়ারম্যান জয় শাহের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদি কোনো নিশ্চিত তথ্য আসে, আমরা সঙ্গে সঙ্গেই জানিয়ে দেব।”
বিসিসিআই এবং ভারত সরকারের পাকিস্তান সফর নিয়ে আপত্তির পর আইসিসি এবং পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের সিদ্ধান্ত নেয়। পাকিস্তানে তিনটি স্টেডিয়াম— লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এবং করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, প্রথমে লাহোর স্টেডিয়ামের উদ্বোধন করা হবে, এরপর বাকি দুটি স্টেডিয়ামের উদ্বোধন করা হবে। "আমরা সেপ্টেম্বর থেকে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু করেছি এবং আজ আপনারা দেখতে পাচ্ছেন যে, লাহোর স্টেডিয়ামের উন্নয়নে কতটা অগ্রগতি হয়েছে। অনেক আলোচনা হয়েছে, তবে এখন আমরা একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছি।"
"লাহোর স্টেডিয়ামের উদ্বোধন ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ করবেন, এরপর করাচি স্টেডিয়ামের উদ্বোধন করবেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, এরপর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের উদ্বোধন হবে। যারা ভাবছিলেন যে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়া হবে, তাদের স্বপ্ন ভেঙে গিয়েছে,” বলেছেন পিসিবি চেয়ারম্যান।
পাকিস্তান ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে চার ম্যাচের একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। প্রথম দুটি ম্যাচ লাহোরে এবং তৃতীয় ম্যাচ ও ফাইনাল করাচিতে হবে।
এদিকে, পাকিস্তানের সংবাদপত্র দ্য ডন এই সপ্তাহের শুরুতে জানিয়েছিল যে স্টেডিয়ামের সংস্কার কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ হওয়া অসম্ভব মনে হচ্ছে। “নির্ধারিত সময়সীমার মধ্যে সংস্কার কাজ শেষ হওয়া একেবারেই অসম্ভব মনে হচ্ছে, তবে যাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আত্মবিশ্বাসী,” দ্য ডন জানিয়েছে।