কেন পাকিস্তানে টেস্ট নয়, বিসিবির কাছে জবাব চাইল পিসিবি

বিসিবিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শ্রীলঙ্কার দৃষ্টান্ত এনে বলা হয়েছে, ২০০৯ সালের আক্রান্ত দলই কিছুদিন আগে পাকিস্তানে এসে সফর করে গিয়েছে।

বিসিবিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শ্রীলঙ্কার দৃষ্টান্ত এনে বলা হয়েছে, ২০০৯ সালের আক্রান্ত দলই কিছুদিন আগে পাকিস্তানে এসে সফর করে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
PCB

পাকিস্তান ক্রিকেট বোর্ড

পাকিস্তানে কেন বাংলাদেশ টেস্ট খেলতে আগ্রহী নয়, সেই ব্যাখ্যা চেয়ে ফের একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ই-মেল পাঠাল পিসিবি। প্রায় এক দশক পরে পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফিরেছে শ্রীলঙ্কা সিরিজের মাধ্যমে। এতেই উৎসাহিত হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে হোম সিরিজ আর নয়। ঘরের মাঠেই এবার হোম সিরিজ খেলবে পাকিস্তান।

Advertisment

তবে পাকিস্তানের আশ্বাস সত্ত্বেও বাংলাদেশ পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে আগ্রহী নয়। বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যম ডেইলি স্টার-কে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির প্রধান কার্যনির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, “নিজেদের দাবিতে আমরা অনঢ়। আমরা কেবলমাত্র পাকিস্তানের মাটিতে টি২০ সিরিজ খেলতে চাইছি।” নিজেদের অবস্থানের পরিপ্রেক্ষিতে তিনি ব্যাখ্যা করে জানিয়েছেন, “এই সিরিজে যারা অংশীদার রয়েছে, তারা কোনওভাবেই চায়না আমরা পাকিস্তানের মাটিতে টেস্ট খেলি।”

আরও পড়ুন পাকিস্তানের বিরুদ্ধে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় বাংলাদেশ

Advertisment

এরপরেই নড়েচড়ে বসে পিসিবি কর্তারা। শীর্ষ পর্যায়ের এক পাকিস্তান ক্রিকেটের আধিকারিক বিসিবির সঙ্গে যোগাযোগ করে জানতে চান আইসিসি-র ফিউচার ট্যুর প্রোগ্রামের বাধ্যবাধকতা মেনে কেন বাংলাদেশ খেলতে রাজি হচ্ছে না।

পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম দ্য ডন-এ পিসিবির সেই সিনিয়র আধিকারিক জানিয়েছেন, “বিসিবির তরফে মঙ্গলবারেই আমরা ইমেল পেয়েছিলাম। বৃহস্পতিবার আমরা সেই মেলের সাড়া দিয়েছি। যাঁরা টেস্ট ক্রিকেট পছন্দ করেন তাঁদের কাছে এবং দুই দেশের ক্রিকেটারদের কাছে এই সিরিজের গুরুত্ব অপরিসীম। সেই সঙ্গে এই সিরিজ আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অন্তর্ভূক্ত।”

সেই সঙ্গে তাঁর সংযোজন, “বিগত কয়েক বছর ধরে বিশ্বক্রিকেটের কাছে আমরা প্রমাণ করেছি পাকিস্তান যে কোনও ক্রিকেট খেলিয়ে দেশের কাছে নিরাপদ দেশ। আমরা বিসিবির কাছে জানতে চেয়েছি, সামান্য বেশি সময়ের জন্য পাকিস্তানে তাঁরা কেন দলকে খেলতে পাঠাচ্ছেন না।”

আরও পড়ুন ভারতীয় বোর্ড তথ্য বিকৃতি করছে: পিসিবি

পিসিবি আধিকারিক আরও জানিয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত কোনও ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আলোচনাতেও বসতে তাঁরা প্রস্তুত। “আমরা বিসিবিকে জানিয়েছি, নিরাপত্তার বিষয়ে কোনও উদ্বেগ থাকলে তাঁরা পাকিস্তানে এসে আমাদের সঙ্গে আলোচনায় বসুক। যাতে তাঁদের আমরা আরও ভালভাবে বুঝিয়ে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্থ করতে পারি। এখনও আলোচনা চলছে। আশা করি, বিসিবি নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।”

পাশাপাশি, বিসিবিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শ্রীলঙ্কার দৃষ্টান্ত এনে বলা হয়েছে, ২০০৯ সালের আক্রান্ত দলই কিছুদিন আগে পাকিস্তানে এসে সফর করে গিয়েছে।

লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি২০ টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে তার আগে পাকিস্তানের বিপক্ষে দুটো টেস্ট খেলবে বাংলাদেশ। এই টেস্ট সিরিজের ভেন্যু নিয়েই এবার জটিলতা তুঙ্গে।

cricket Bangladesh pakistan