দ্বিতীয়বারের জন্য ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের কোচ হলেন ফিল সিমন্স। চারবছরের জন্য এবার ক্যারিবিয়ান দলের দায়িত্বে থাকছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে একথা সরকারিভাবে জানানো হয়েছে মঙ্গলবারেই। ২০১৫ সালের বিশ্বকাপের পরে ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ হিসেবে বাছা হয়েছিল সিমন্সকে। তবে জাতীয় নির্বাচকদের নীতি নিয়ে প্রশ্ন করার পরে সেই বছরের শেষের দিকে তাঁকে বরখাস্ত করা হয়েছিল।
তিনি অন্তর্বর্তী কোচ ফ্লয়েড রেইফারের স্থলভিষিক্ত হচ্ছেন। ৫৬ বছরের প্রাক্তন এই ব্যাটসম্যানকে ফের একবার ২০১৬ সালে টি২০ বিশ্বকাপের জন্য কোচ করা হয়েছিল ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের তরফে। তবে পাঁচ মাস পরেই তাঁকে ছেঁটে ফেলা হয়।
ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের তরফে রিকি স্কেরিট বলেছেন, "ফিল সিমন্সকে কোচ করে আনার অর্থ এই নয় যে অতীতের ভুল আমরা শুধরে নিচ্ছি। তবে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড সঠিক লোকের হাতেই ক্রিকেটের দায়িত্ব তুলে দিচ্ছে।" পাশাপাশি অন্তর্বর্তী কোচ ফ্লয়েড রেইফারকে ধন্যবাদ জানিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান বলেছেন, "অন্তর্বর্তী কোচ থাকাকালীন কঠিন পরিশ্রম করার জন্য ফ্লয়েড রেইফারকে ধন্যবাদ জানাতে চাই।"
ইংল্যান্ড ও ওয়েলশে ক্রিকেট বিশ্বকাপের ঠিক আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সংস্থায় বেশ কিছু পরিবর্তন আসে। সেই সময় এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে অন্তর্বর্তী কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ফ্লয়েড রেইফারের হাতে। যাইহোক, পুনরায় কোচ হওয়ার পরে ফিল সিমন্সের প্রথম অ্যাসাইনমেন্ট আফগানিস্তানের বিপক্ষে। ভারতে নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে আফগানিস্তানের বিপক্ষে। সিরিজে তিনটে টি টোয়েন্টি, তিনটে ওয়ান ডে এবং একটা টেস্ট ম্যাচ খেলবে দুই দল পরস্পরের বিপক্ষে।
Read the full article in ENGLISH