ইডেন গার্ডেন্সে ম্যাচ হবে, আর টিকিট ব্ল্যাক হবে না, এটা ভাবাই যায় না! ওয়ান-ডে হোক বা টেস্ট, টি-২০ কিম্বা আইপিএলে কেকেআরের ম্যাচ। ইডেনের আশেপাশে টিকিটের চোরাবাজারির দৃশ্য অত্যন্ত পরিচিত।
আর দিন দুয়েক পরেই কলকাতা সাক্ষী থাকবে ঐতিহাসিক দিন-রাতের টেস্টের। ভারতে প্রথমবার গোলাপি বলে আন্তর্জাতিক টেস্ট বলে কথা। শহরের ক্রীড়াপ্রেমীদের মধ্যে এই টেস্ট নিয়ে উত্তেজনা তুঙ্গে।
বুধবার বিকেলে যখন বিরাট কোহলি, রোহিত শর্মারা মাঠে গোলাপি বলে অনুশীলন সারছিলেন, ঠিক তখনই মাঠের বাইরে চলছিল ব্ল্যাকারদের চেনা প্র্যাকটিস। ইডেন থেকে ঠিক ঢিল ছোড়া দূরত্বে হাওড়া ইউনিয়ন ক্লাব। তার সামনেই ঘোরাঘুরি করছেন একাধিক ব্ল্যাকার।
সিএবি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, অনলাইনে টিকিট ছাড়ার দু'দিনের মধ্যেই প্রথম তিন দিনের টিকিট প্রায় নিঃশেষ হয়ে গিয়েছে। কিন্তু ব্ল্যাকাররা সাফ বলছেন যে, পাঁচ দিনের টিকিটই তাঁদের হাতে রয়েছে যথেচ্ছ পরিমাণে।
মাঠে অনুশীলন করছে টিম ইন্ডিয়া। ছবি: শুভপম সাহা
আরও পড়ুন, ফিরে দেখা: ইডেন গার্ডেন্স সেরা পাঁচ মুহূর্ত
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্ল্যাকার বললেন, "ক'টা লাগবে বলুন? ৫০-এর টা ১,০০০ টাকা নেব, প্রথম দিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। খুব কম করে হলেও ৮০০ টাকার নিচে ছাড়তে পারব না।"
কেউ কেউ আবার অতটা চড়া দাম হাঁকছেন না। তাঁরা ১৫০ টাকার টিকিট ৩০০ বা ৫০০ তে দিতেও রাজি। জানালেন, অনলাইন থেকে কিম্বা কম্পলিমেন্টারি টিকিট সংগ্রহ করে 'টিকিট ব্যাঙ্কিং' করেন তাঁরা। ম্যাচের আগে সেগুলোই বিক্রি করেন।
আরও পড়ুন ইডেনেই হয়েছিল দেশের প্রথম গোলাপি বলের ম্যাচ, কারা জ্বেলেছিলেন আলো?
একটা কথা স্পষ্ট, আপনি যদি ইডেন টেস্টের টিকিট এখনও পান নি বলে হাহুতাশ করেন, তাহলে ব্ল্যাকাররাই হতে পারেন আপনার পরিত্রাতা। ইতিহাসের সাক্ষী থাকতে গেলে আপনাকে কয়েক গুণ টাকাই গুনতে হবে।
তবে একথাও বলতে হবে, ঘটনাচক্রে ক্রিকেটের নন্দনকাননেই অনুষ্ঠিত হয়েছিল দেশের প্রথম গোলাপি বলে ডে-নাইট ম্য়াচ। ২০১৬ সালের ১৮ জুলাই ভারতে প্রথমবার গোলাপি বলে খেলা হয়েছিল এই ইডেনেই। সিএবি সুপার লিগের ফাইনালে সেবার মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিল ভবানীপুর। মোহনবাগান ২৯৬ রানে জয়ী হয়েছিল। পাঁচ উইকেট নিয়ে ম্য়াচের নায়ক হয়ে গিয়েছিলেন মহম্মদ শামি।