এভারেস্ট জয় করার পরও বসে থাকার পাত্রী নন তিনি। মাথার ওপর লক্ষাধিক টাকার দেনা। তাতে কি হয়েছে? পাহাড়ের অদম্য টান ছেড়ে তিনি বের হতে পারা কি এতই সহজ? তাই পরবর্তী লক্ষ্য এবার অন্নপূর্ণা এবং মাকালু পিক।
তিনি হুগলির গর্ব পিয়ালী বসাক। আগামী ৯ মার্চ তিনি রওনা হচ্ছেন তাঁর আগামী লক্ষ্যে। এবার তিনি বিনা অক্সিজেন-এ ওই দুই পর্বতশৃঙ্গে উঠতে চলেছেন। বুধবার বিকেলে চুঁচুড়াতে জেলা প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে এই কথা জানালেন পর্বতারোহী পিয়ালী বসাক। নেশায় পর্বতারোহী হলেও পেশায় তিনি স্কুল শিক্ষিকা। গতবারের মতো এবারও তিনি মিডিয়ার মারফত শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক অনুদানের আবেদন জানান।
এবার তাঁর খরচ হবে আনুমানিক ৩০ লক্ষ টাকা। সরকারী সাহায্যের ওপর তাকিয়ে আছেন তিনি। তাঁর আশা সরকার নিশ্চই তাঁকে আর্থিক ভাবে সহায়তা করবেন।
পাশাপাশি পিয়ালীর আবেদন তাঁকে স্পোর্টস কোটায় চাকরি দিলে খুব সুবিধা হয় তাঁর। রাজ্য বা কেন্দ্র যেকোন সরকার যদি তাঁকে স্পোর্টস কোটায় চাকরি দেয় তাহলে তিনি মন দিয়ে অনুশীলন করতে পারেন। কারণ স্কুল শিক্ষিকার চাকরি করে পর্বত অভিযান করা খুবই শক্ত। আগামী দিনে মেয়েরা যাতে পর্বত অভিযানে আকৃষ্ট হয় তাঁর জন্য সরকারের এগিয়ে আসা উচিত বলে পিয়ালী জানিয়েছেন।