Advertisment

কোহলিদের হোটেলের কাছেই আছড়ে পড়ল প্লেন! বিপর্যয় এড়াল টিম ইন্ডিয়া

আইপিএল সেরেই অস্ট্রেলিয়া উড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। সেখানে চারটে টেস্টের পাশাপাশি তিনটে করে ওডিআই, টি২০ খেলবেন কোহলিরা। ডিসেম্বরের ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ এডিলেডে দিন রাতের ম্যাচের মাধ্যমে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভারতীয় ক্রিকেট দল। সিডনিতে খেলার মাঠে আছড়ে পড়ল প্লেন। কোহলিরা যেখানে রয়েছেন, সেখান থেকে মাত্র ৩০ কিমি দূরেই ঘটল এই ঘটনা।

Advertisment

দু-দিন আগেই সিডনি এসে পৌঁছেছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। স্থানীয় প্রচার মাধ্যম সূত্রে খবর ঘটনাটি ঘটে স্থানীয় সময় বিকাল সাড়ে চারটে নাগাদ। স্টাফ.কো. এনজেড-এর প্রতিবেদন অনুযায়ী, ক্রোমার পার্কে প্লেন আছড়ে পড়ে। সেই মাঠে কিছু দূরেই এক ছাউনির তলায় দাঁড়িয়ে ছিলেন কমপক্ষে একডজন লোক। সৌভাগ্যবশত, এই বিমান দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। প্লেনের মধ্যে থাকা দুজন সামান্য চোট নিয়েই বেরিয়ে আসতে সমর্থ হয়েছেন।

আরো পড়ুন: হেয়ারস্টাইলেই মাত! আইপিএলের ‘ডিজে আম্পায়ারের’ শচীন-কানেকশন জানেন কি

করোনা অতিমারীর পর আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম খেলতে নামছে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ৪টে টেস্ট, ৩টে করে ওডিআই এবং টি২০ খেলবে কোহলি এন্ড কোং। চলতি মাসের ২০ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে সফর। চলবে জানুয়ারির ২০ তারিখ পর্যন্ত।

প্রথম ওডিআই সিডনিতে ২৭ নভেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ওডিআই খেলা হবে ক্যানবেরার ম্যানুকা ওভালে। ওডিআই শেষ হওয়ার পরই টিম ইন্ডিয়া অবতীর্ণ হবে টি২০ সিরিজে। ৪ ডিসেম্বর ক্যানবেরাতেই প্রথম টি২০। ৬ ও ৮ ডিসেম্বর সিডনিতে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। টেস্ট সিরিজ শুরু এডিলেড ওভালে দিন রাতের গোলাপি বলে ম্যাচের মাধ্যমে।

এই সিরিজের জন্য স্টিভ স্মিথকে টোটকা দিয়েছেন স্টিভ ওয়া। জানিয়ে দিয়েছেন, "স্লেজিং করে বিরাটকে উত্যক্ত মোটেই করা যাবে না। বড় ক্রিকেটারদের ক্ষেত্রে এই রণকৌশল কাজে আসে না। ওদের নিজের মত খেলতে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বরং ওসব করলে বিরাট অতিরিক্ত মোটিভেশন পেয়ে আরো ঝাঁপিয়ে পড়তে পারে। তাই ওদের উচিত বেশি কিছু না বলা।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket BCCI
Advertisment