Team India T20 World Cup victory parade: বিশ্বকাপ জয়ের পর পিচের পাশ থেকে মাটি তুলে নিয়ে খেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা চোখ এড়ায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। বার্বাডোজ থেকে ফিরে নয়াদিল্লিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেছে টি-২০ বিশ্বকাপজয়ী দল। সেখানে প্রধানমন্ত্রী মোদী ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে জিজ্ঞাসা করেন, 'কাদার স্বাদ কেমন লাগল?'
ভারতীয় দল একটি চার্টার ফ্লাইটে দেশে ফিরেছেন। এর পরেই এই দলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রধানমন্ত্রী এই জাতীয় তারকাদের টি-২০ বিশ্বকাপে বিজয়ের জন্য অভিনন্দন জানান। এই সাক্ষাৎ পর্বের নাম দেওয়া হয়েছিল, 'মিট-অ্যান্ড-গ্রিট' সেশন। সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত খেলোয়াড়দের উত্তেজনাপূর্ণ ফাইনালের বিভিন্ন দিক সম্পর্কে জিজ্ঞাসা করেন। অনুষ্ঠানে সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের বেশ কিছু ক্লিপও দেখানো হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে এই সাক্ষাৎপর্ব চলে। এখানে প্রধানমন্ত্রী ভারতের জয়ে আনন্দ প্রকাশ করেন। টিম ইন্ডিয়া যেভাবে সংকটজনক পরিস্থিতি থেকে লড়াই করে ফিরে এসেছিল, তা নিয়ে রীতিমতো উচ্ছ্বাস দেখান প্রধানমন্ত্রী।
সেই সময়ই প্রধানমন্ত্রী রোহিত শর্মাকে জিজ্ঞাসা করেন, যে জয়ের পরে টিম ইন্ডিয়ার অধিনায়ক যে পিচের পাশ থেকে মাটি তুলে মুখে দিলেন, সেটার স্বাদ কেমন ছিল? কোহলি ফাইনালের আগে রানের মধ্যে ছিলেন না। সেই ব্যাপারেও প্রধানমন্ত্রী জানতে চান। তিনি জিজ্ঞাসা করেন, কোহলি ফাইনালের আগে কী ভেবে গিয়েছিলেন? অক্ষর প্যাটেলকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, তিনি যখন ফাইনাল খেলছিলেন, তখন তাঁর মধ্যে কেমন অনুভব হচ্ছিল?
দক্ষিণ আফ্রিকা যখন এই জয়ের দ্বারপ্রান্তে, তখন হেনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলারের ৩০ রানের দরকার ছিল। সেই জায়গা থেকে, বুমরাহর নেতৃত্বে ভারতের বোলিং আক্রমণে একটি অত্যাশ্চর্য পরিবর্তন আসে। সেই ব্যাপারে বুমরাহকে জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী। তিনি পান্ডিয়াকে তাঁর সামগ্রিক পারফরম্যান্সের ব্যাপারেও জিজ্ঞাসা করেন। কীভাবে পান্ডিয়া শেষ ওভারের পরিকল্পনা করেছিলেন, সেটা জানতে চান। সেই সময় প্রোটিয়াদের জয়ের জন্য ১৬ রান দরকার ছিল। সেই সময় পান্ডিয়া কী ভাবছিলেন, তা জানতে চান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- ৬ বলে দরকার ২ রান, ম্যাচ শেষ টাই-য়ে! বৃথা ৫-৫টা সেঞ্চুরি! ইতিহাসে রুদ্ধশ্বাস ডুয়েল, দেখুন ভিডিও
বাউন্ডারিতে নেওয়া সূর্যকুমারের অসাধারণ ক্যাচ ম্যাচে ভারতের জয় নিশ্চিত করে। যার দৌলতে ভারত একদশকেরও বেশি সময় পরে আইসিসি ট্রফি জিতেছে। সেই জাদুময় সাত সেকেন্ডেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। সেই সব সম্পর্কে টিম ইন্ডিয়ার জয়ী খেলোয়াড়দের কাছে জানতে চান প্রধানমন্ত্রী।