/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Modi-Team-India.jpg)
Modi-Team India: প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শেয়ার করা এক ভিডিওতে প্রধানমন্ত্রীকে ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেছে। (ছবি- টুইটার)
Team India T20 World Cup victory parade: টি২০ বিশ্বকাপের ট্রফি নয়। তার বদলে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার হাত ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফটোসেশনের সময় তাঁকে দ্রাবিড় ও রোহিতের হাত ধরে থাকতে দেখা যায়। স্বভাবতই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কৌতূহলের জন্ম দিয়েছে। যা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
ভারতে ফিরে আসা টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা বৃহস্পতিবার নয়াদিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন। বিশ্বজয়ী টিম ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী ছবিও তুলেছেন। দিল্লিতে এই বিশ্বজয়ী ভারতীয় দলের সঙ্গে প্রায় দুই ঘণ্টা কাটিয়েছেন প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়নদের সঙ্গে আড্ডায় তিনি সদ্যসমাপ্ত বিশ্বকাপ নিয়ে নানা কথা বলেছেন। হারিকেন বেরিলের জন্য রোহিতদের ভারতে প্রত্যাবর্তন আটকে ছিল। রোহিতরা তিন দিন বার্বাডোসেই কাটিয়েছেন।
An excellent meeting with our Champions!
Hosted the World Cup winning team at 7, LKM and had a memorable conversation on their experiences through the tournament. pic.twitter.com/roqhyQRTnn— Narendra Modi (@narendramodi) July 4, 2024
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আটকে পড়া ভারতীয় খেলোয়াড়দের জন্য এয়ার ইন্ডিয়ার বিশেষ চার্টার ফ্লাইট-এর ব্যবস্থা করেছিল। এয়ার ইন্ডিয়ার সেই বিশেষ বিমানে (AIC24WC) চেপেই রোহিত অ্যান্ড কোং অবশেষে বৃহস্পতিবার ভারতে পৌঁছেছে। রাজধানী দিল্লিতে তাদের ফেরার পরে, প্রধানমন্ত্রী মোদী রোহিত বাহিনীকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তাঁদের বিশ্বজয় নিয়ে কথা বলেছেন। তবে, টি-২০ বিশ্বকাপের ট্রফি ছুঁতে অস্বীকার করেন প্রধানমন্ত্রী। তিনি ফটোসেশনের সময় দ্রাবিড় এবং রোহিতের হাত ধরেছিলেন। যা দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই উল্লেখ করেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকাপের ট্রফিটি ধরেননি। তিনি, রোহিত এবং দ্রাবিড়ের হাত ধরেছিলেন।'
PM Narendra Modi didn't hold the World Cup trophy, instead held Rohit and David's hands. 🌟 pic.twitter.com/0gzbfHxGmx
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2024
চ্যাম্পিয়নদের সঙ্গে প্রধানমন্ত্রী খাওয়াদাওয়াও করেছেন। সেখানে বিসিসিআই সভাপতি রজার বিনি ও বোর্ডসচিব জয় শাহও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে দলের একটি জার্সিও দেওয়া হয়। যার পিছনে 'NAMO' লেখা ছিল। এই প্রসঙ্গে প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে একটি চমৎকার বৈঠক হল! টুর্নামেন্টে তাঁদের অভিজ্ঞতা নিয়ে কথাবার্তা বললাম।'
PM MODI WITH THE INDIAN TEAM 🇮🇳
MAUSI @SupriyaShrinate THEEK HO? ☠️ pic.twitter.com/MI0fNpyYUT— BALA (@erbmjha) July 4, 2024
আরও পড়ুন- কাদা খেতে কেমন লাগল, রোহিতের সঙ্গে দেখা হতেই এবার জিজ্ঞাসা করলেন প্রধানমন্ত্রী মোদি, তাজ্জব সবাই
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শেয়ার করা এক ভিডিওতে প্রধানমন্ত্রীকে ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেছে। দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার পরে, রোহিতের টিম ইন্ডিয়া উন্মুক্ত বাসে রোডশোর জন্য মুম্বই পৌঁছয়। এর পরে বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁদের সংবর্ধনা হবে।