Advertisment

'অবসর কথাটি ব্যবহার করতে চাই না", রায়নাকে চিঠি মোদীর

মহেন্দ্র সিং ধোনির অবসর সিদ্ধান্তের পর পরই নিজের অবসরের কথা জানিয়ে দেন সুরেশ রায়না। দেশের হয়ে তাঁর অবদানকে মনে রেখেই চিঠি দিলেন মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিশ্বকাপ ২০১১-এর কোয়ার্টার ফাইনাল। বিপক্ষে অস্ট্রেলিয়া। আমেদাবাদের মাঠে সুরেশ রায়নার কভার ড্রাইভ এখনও বিশেষভাবে মনে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ অগাস্ট স্বাধীনতার দিনেই মহেন্দ্র সিং ধোনির অবসর সিদ্ধান্তের পর পরই নিজের অবসরের কথা জানিয়ে দেন সুরেশ রায়না। দেশের হয়ে তাঁর অবদানকে মনে রেখেই চিঠি দিলেন মোদী।

Advertisment

publive-image

রায়নাকে পাঠানো সেই চিঠিতে নমো লেখেন, "আমি অবসরগ্রহণ এই কথাটি ব্যবহার করতে চাই না। কারণ অবসর নেওয়ার ক্ষেত্রে আপনি এখনও অনেকটা ছোট, অনেকটা এনার্জেটিক।" এরপর প্রধানমন্ত্রী লেখেন, "ক্রিকেট জীবনে একাধিক চোটের কারণেও অনেকবার বসে যেতে বাধ্য হলেও প্রতিবারই দৃঢ় মনোভাব নিয়ে আপনি ফিরে এসেছেন।"

প্রধানমন্ত্রীর এই চিঠি পেয়ে আপ্লুত রায়নাও। তিনি টুইটে জানান, "আমরা যখন খেলি তখন আমাদের রক্ত ও ঘাম দিয়েই দেশের জন্য খেলি। ভারতের মানুষ এবং প্রধানমন্ত্রীর থেকে যে শুভেচ্ছা পেয়েছি তাঁর কোনও তুলনা হয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার শুভেচ্ছা ও ভালবাসা আমি সাদরে গ্রহণ করলাম।"

উল্লেখ্য, ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও চিঠি পাঠান প্রধানমন্ত্রী। নমোর চিঠির পরই তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন মাহি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Suresh Raina PM Narendra Modi
Advertisment