নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত ফের একবার বড় শৃঙ্গজয়ের পথে এগোচ্ছে। শনিবার সরাসরি প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চেষ্টার কসুর করবেন না তিনি। ভারতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৪১তম অধিবেশন হচ্ছে মুম্বইয়ে। আর সেই অনুষ্ঠানের উদ্বোধনে এসেই নরেন্দ্র মোদি দৃপ্ত কন্ঠে জানিয়ে দিলেন, ভারতে দুর্ধর্ষ স্বপ্নের কথা। আইওসির তাবড় তাবড় কর্তাদের সঙ্গে মুম্বইয়ে হাজির ছিলেন সভাপতি থমাস বাখও। তাঁদের পাশে নিয়েই এল মোদির বড় ঘোষণা।
২০৩৬-এর অলিম্পিকের পূর্ণাঙ্গ আসর তো বটেই, মোদি জানালেন, ২০২৯-এ যুব অলিম্পিকের আয়োজন করতেও ইচ্ছুক ভারত। ইভেন্টের আগে টমাস বাখ জানিয়েছিলেন, ভারতের অলিম্পিক 'আয়োজনের ইচ্ছা' তাঁরা লক্ষ্য করেছেন।
বেশ কিছুদিন ধরেই অলিম্পিকের জন্য ভারতের সরকারিভাবে আবেদন করার বিষয় নিয়ে জল্পনা চলছে। তবে অফিসিয়াল বিডিং এখনও চালু হয়নি। ২০২৪-এ পরবর্তী অলিম্পিকের আসর বসবে প্যারিসে। ২০২৮-এর অলিম্পিক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস-এ। ২০৩২-এর সংস্করণ হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে।
চলতি সপ্তাহের শুরুর দিকে বাখ জানিয়েছিলেন, ভারতে অলিম্পিক আয়োজনের সম্ভবনা নিয়ে আইওসি বেশ সিরিয়াস। "আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করেছি যে এখানে ভারতে অলিম্পিক আয়োজন নিয়ে দুর্দান্ত আগ্রহ রয়েছে। এখানে ভারতের মধ্যে গেমসের জন্য বিড করার জন্য ব্যাপক উৎসাহ রয়েছে। আমাদের এখন অপেক্ষা করতে হবে কীভাবে গোটা বিষয়টি প্রকল্পে রূপান্তর করা সম্ভব এবং পূর্ণাঙ্গ প্রোজেক্ট আমাদের সামনে পেশ করা হবে। এরপরেই আমরা নিজেদের মতামত জানাতে পারব,” বাখ মঙ্গলবার নির্বাচিত সাংবাদিকদের জানিয়েছিলেন এমনটা।
এছাড়াও তিনি আরও বলেন, "সাম্প্রতিক বছরগুলিতে ভারতে অলিম্পিক খেলাগুলির জনপ্রিয়তা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা আমরা সত্যিই প্রশংসনীয়। এশিয়ান গেমসেরই পদক অর্জন বিবেচ্য হলে, এটি সত্যিই অসাধারণ। সকলেই দেখতে পাচ্ছেন যে স্রেফ শুটিংই নয়, ভারতের একাধিক স্পোর্টস-এ পদক জয়ের ক্ষমতা রাখে।"