/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/image-2021-08-03T175848.446_copy_1200x676.jpg)
অলিম্পিকের মঞ্চে গিয়ে দেশকে গর্বিত করেছেন ক্রীড়াবিদরা। তাই এবার অলিম্পিকে যাওয়া প্রত্যেক ক্রীড়াবিদকে বেনজিরভাবে সম্মান জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের বক্তৃতা দেওয়ার সময় গোটা অলিম্পিকগামী দলকেই আমন্ত্রণ জানানো হচ্ছে। জানা গিয়েছে লালকেল্লার পর প্রধানমন্ত্রীর বাসভবনেও যাবেন সিন্ধু, লভলিনারা।
অলিম্পিকে ভারত থেকে সফরকারীর সংখ্যা ২২৮ জন। এর মধ্যে এথলিট রয়েছেন ১২০ জন। এর মধ্যে মহিলা এথলিটদের সংখ্যা ৫৬ জন। এর আগে এত জন মহিলা ক্রীড়াবিদ দেশের জার্সিতে অলিম্পিকে যাননি।
আরো পড়ুন: বুধবারই ভারত-ইংল্যান্ড হাড্ডাহাড্ডি টেস্ট! কোন চ্যানেলে, কখন দেখবেন জেনে রাখুন
সোমবারই ভারতীয় মহিলা দল প্রথমবার অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে দেশকে গর্বিত করেছেন। ফেভারিট অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে ভারতীয় মহিলারা চমকে দিয়েছেন বিশ্বকে। তার ঠিক একদিন আগেই ভারতকে ব্রোঞ্জ জিতিয়েছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এই নিয়ে টানা দুটো অলিম্পিকে পদক জিতলেন তিনি।
There is a rising spirit of self-confidence in India and we are seeing glimpses of this at #Tokyo2020, where our athletes are putting up spirited performances and making 130 crore Indians proud. pic.twitter.com/Djcyhx8eey
— Narendra Modi (@narendramodi) August 3, 2021
গত সপ্তাহে ভারতকে চলতি অলিম্পিকে প্রথম পদক দিয়েছেন ভারোত্তোলক মীরাবাই চানু। ৪৯ কেজি ক্যাটাগরিতে চানু দ্বিতীয় হয়ে রুপো জেতেন।
Wins and losses are a part of life. Our Men’s Hockey Team at #Tokyo2020 gave their best and that is what counts. Wishing the Team the very best for the next match and their future endeavours. India is proud of our players.
— Narendra Modi (@narendramodi) August 3, 2021
যাইহোক, একাধিকবার প্রধানমন্ত্রী এর আগে নিজের বক্তৃতায় অলিম্পিকে যাওয়া ভারতীয় তারকাদের উৎসাহ দিয়েছেন। সিন্ধু, লভলিনা, মীরাবাই চানুদের ঐতিহাসিক পদকজয়ের পরে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মোদি।
আরো পড়ুন: প্রথম টেস্টে বাদ জাদেজা! শার্দুল-সিরাজকে নিয়ে চমক ভারতের, রইল সম্ভাব্য একাদশ
প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, "গত ১০০ বছরে সবথেকে বড় বিপর্যয়ের মধ্যেই ওঁরা অলিম্পিকে নজির গড়ছে। এমন অনেক বিভাগ আছে যেখানে ভারতীয়রা প্ৰথমবারের মত যোগ্যতা অর্জন করেছে। শুধু যোগ্যতা অর্জন করাই নয়। প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জও ওঁরা ছুঁড়ে দিয়েছে। ভারতীয় ক্রীড়াবিদদের প্যাশন এবং আত্মবিশ্বাস একদম সেরা জায়গায় রয়েছে। এই আত্মবিশ্বাসই নতুন ভারত।"
গত সপ্তাহে পিভি সিন্ধু, মেরি কম, সানিয়া মির্জা, দ্যুতি চাঁদ, মনিকা বাত্রা, ভিনেশ ফোগতশ অলিম্পিকের তারকারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সেরেছিলেন। এবার মুখোমুখি বসবেন প্রধানমন্ত্রী এবং সিন্ধু-মনিকার। এটাই বড় স্বীকৃতির নজির হয়ে থাকছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন