বাইশ গজে ইতিহাস লিখেছে পাপুয়া নিউ গিনি (পিএনজি)। রবিবার টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তারা কেনিয়াকে ৪৫ রানে হারিয়ে বিশ্বকাপে মূল পর্বে খেলার যোগ্য়তা অর্জন করেছে।
জিতেও পিএনজি-কে অপেক্ষা করতে হয়েছিল নেদারল্য়ান্ড-স্কটল্য়ান্ড ম্য়াচের দিকে। ডাচরা হারাতে পারেনি স্কটদের। পিএনজি বেশি রান রেট থাকার সুবাদে গ্রুপ শীর্ষে থেকেই সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট হাতে পায়। তাদের ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম বিশ্বকাপের (যে কোনও ফর্ম্য়াটের) গেট পাস।
আরও পড়ুন-টি-২০ বিশ্বকাপের মূল পর্বে পাপুয়া নিউ গিনি
জয়ের পর স্টেডিয়ামে তাদের সেলিব্রশেন করার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। বোঝাই যাচ্ছে পিএনজি কীভাবে উচ্ছ্বাসে ভেসে গিয়েছে। শুধু ভিডিওই ভাইরাল হয় বাইশ গজের শুভেচ্ছাতেও ভেসে গিয়েছে তারা। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা টুইট করেই পিএনজি-কে সাধুবাদ জানিয়েছে।
১৬ দলীয় টি-২০ বিশ্বকাপের জন্য় ১২টি দেশ ইতিমধ্য়ে নিজেদের নাম নথিভুক্ত করে নিয়েছে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্য়ান্ড, ভারত, আয়ারল্য়ান্ড, নিউজিল্য়ান্ড, পাকিস্তান, পিএনজি, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ও ওয়েস্ট ইন্ডিজ খেলবে। বাকি কোন চার দল উঠবে, তা উত্তর দেবে সময়।