Poonam Pandey Death News: বরাবর-ই বিতর্কের কেন্দ্রীয় চরিত্র তিনি। সেলুলয়েডের পর্দায় সেভাবে মুখ না দেখিয়েও অভিনেত্রীদের সমান জনপ্রিয়তা পেয়ে এসেছেন। শুক্রবারই ট্র্যাজিকভাবে শিরোনামে উঠে এসেছেন আরও একবার। সকাল গড়ানোর আগেই ট্রেন্ডিং তিনি। তাঁর সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে তাঁর ম্যানেজার লিখে দিলেন, জনপ্রিয় তারকা আর নেই। কার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ বছরের অভিনেত্রীর।
পুনম পান্ডে এতটাই বিতর্কিত চরিত্র যে তাঁর মৃত্যুর খবর-ও অধিকাংশ মানুষ সংশয়ের চোখে দেখছেন। অনেকেই লিখে দিয়েছেন, দীর্ঘদিন খবরে না থাকার জন্য নিজের মৃত্যুর খবর ছড়িয়ে ফের আলোচনায় উঠে আসতে চাইছেন তিনি।
Poonam Pandey Passed Away
পুনম পান্ডে এতটাই ঝাঁঝালো এক বিতর্কের নাম যে স্রেফ বিনোদন দুনিয়া নয়, ক্রীড়া জগতেও 'খবর' হয়েছেন। ২০১১-য় পুনম তখন আলোচনার মধ্যগগনে। সেই সময়েই ট্রেন্ডিং থাকার বাসনায় মডেল-অভিনেত্রী জানিয়ে দিয়েছিলেন, ভারত যদি ওয়ার্ল্ড কাপ জেতে তাহলে তিনি বিবস্ত্র হবেন। বলে দেন, এক্সক্লুসিভ জুম ভিডিওয় তিনি নিজেকে মেলে ধরবেন সকলের সামনে।
আরও পড়ুন- কোহলির মাকে জড়িয়ে ভয়ানক গুজব, হুলুস্থূল হতেই মুখ খুললেন ভাই বিকাশ
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত সেবারই বিশ্বকাপ দখল করে। দীর্ঘ ২৮ বছর পর। ধোনির পাশাপাশি শচীন, গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেওয়াগ, যুবরাজ সিং, জাহির খান, নবাগত কোহলি- সেই ভারতীয় দল ছিল কিংবদন্তি বোঝাই। গ্রুপ পর্বের বাধা পেরোনোর পর কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া এবং মোহালিতে সেমিফাইনালে স্বপ্নের ম্যাচে পাকিস্তানকে হারায় টিম ইন্ডিয়া। ফাইনালে ধোনির ম্যাজিকে ভর করে ভারত দ্বিতীয়বারের মত একদিনের ক্রিকেটে বিশ্বজয় করে।
পুনম পান্ডে অবশ্য নিজের প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। ভারত চ্যাম্পিয়ন হলেও পুনম নিজের দেওয়া কথা রাখেননি। পরে জানান, পুরোটাই পাবলিসিটি স্টান্ট-এর জন্য করেছেন তিনি।