Portugal Cricketer Joanna Child T20I Debut: পর্তুগালের মহিলা ক্রিকেটার জোয়ানা চাইল্ড (Joanna Child) 'মাত্র' ৬৪ বছর বয়সে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক করলেন। শুধুমাত্র অভিষেক বললে ভুল হবে, ক্রিকেটের এই ফরম্য়াটে তিনি এক নয়া ইতিহাস কায়েম করেছেন। সবথেকে বেশি বয়সি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ডেবিউ করে, রেকর্ডবুকে ইতিমধ্যে নাম দাখিল করেছেন। গত ৭ এপ্রিল অ্যালবারজেরিয়ায় আয়োজিত নরওয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ সিরিজে নরওয়ের বিরুদ্ধে পর্তুগালের বিরুদ্ধে খেলতে নামেন জোয়ানা, আর সেইসঙ্গে এই নজির কায়েম করেছেন।
এই ক্রিকেটারদের রেকর্ড ভাঙলেন চাইল্ড
পর্তুগালের হয়ে ডেবিউ করার পাশাপাশি বেশ কয়েকটি রেকর্ড ইতিমধ্যে ভেঙে ফেলেছেন চাইল্ড। ভেঙেছেন ফকল্যান্ড আইল্যান্ডের অ্যান্ড্রু ব্রাউনলি (৬২ বছর ১৪৫ দিন) এবং কেম্য়ানের ম্যালি মুরের (৬২ বছর ২৫ দিন) রেকর্ডও। আর সেইসঙ্গে জোয়ানা এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন জিব্রাল্টার ক্রিকেটার সেইলি বার্টন। সেইলি অবশ্য ৬৬ বছর ৩৩৪ দিনের মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেছিলেন।
ডেবিউ ম্য়াচে নজর কাড়তে পারেননি জোয়ানা
তবে জোয়ানা চাইল্ড তাঁর অভিষেক ম্য়াচে বিশেষ নজর কাড়তে পারেননি। ব্যাট হাতে তিনি মাত্র ২ রান করতে পেরেছেন। পাশাপাশি ৪ বলে তিনি ১১ রান খরচ করেন। জোয়ানা তাঁর ডেবিউ ম্যাচটা স্মরণীয় করতে না পারলেও, ৬৪ বছর বয়সে তাঁর এই উদ্যমের প্রশংসা সকলেই করছেন।
২-১ ব্যবধানে সিরিজ জয় পর্তুগালের
এই সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ ম্য়াচে পর্তুগালের প্লেয়িং ইলেভেনে জায়গা পেয়েছিলেন জোয়ানা। এই সিরিজে পর্তুগাল ২-১ ব্যবধানে জয়লাভ করে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, যে দলের হয়ে জোয়ানা প্রতিনিধিত্ব করেছেন, সেই একই দলের প্রথম একাদশে খেলেছেন ১৫ বছর বয়সি ইশরিত চিমা। অন্যদিকে, ১৬ বছর বয়সি মারিয়াম ওয়াসিং এবং আফশীন আহমেদও। ফলে এই দলে যে তারুণ্য এবং অভিজ্ঞতার আজব মিশেল দেখতে পাওয়া গিয়েছে, তা বলাই বাহুল্য।