scorecardresearch

গোলা শটে আগুনে ফ্রিকিকে গোল রোনাল্ডোর, সেরার সেরা গোলে হতভম্ব সবাই, দেখুন ভিডিও

মেসির স্বপ্নের রাতেই জ্বলে উঠলেন রোনাল্ডো

গোলা শটে আগুনে ফ্রিকিকে গোল রোনাল্ডোর, সেরার সেরা গোলে হতভম্ব সবাই, দেখুন ভিডিও

লিচটেনস্টেইনের বিরুদ্ধে জোড়া গোলে মাঠ মাতালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্ৰথমে পেনাল্টি থেকে গোল করলেন। তারপরে পেনাল্টি বক্সের বাইরে থেকে ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই দুর্ধর্ষ ফ্রিকিকে গোল করে যান। পর্তুগালও লিচটেনস্টেইনকে ৪-০ গোলে উড়িয়ে দেয়।

জাতীয় দলের হয়ে রেকর্ড সংখ্যক ১৯৭তম ম্যাচ খেলতে নেমেছিলেন সিআরসেভেন। জাতীয় দলের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার নিরিখে রোনাল্ডো বৃহস্পতিবার পেরিয়ে গেলেন কুয়েতের বাদের-আল মুতওয়াকে। ইউরো কাপের কোয়ালিফায়ারে গ্রুপ জে থেকে পর্তুগাল নেমেছিল হোসে আলভালদে স্টেডিয়ামে।

৮ মিনিটেই জোয়াও ক্যান্সেলো পর্তুগালকে দূরপাল্লার হাফভলি থেকে এগিয়ে দেন। ফুটবলারদের জটলার মধ্য থেকেই বল হালকা বিচ্যুতি ঘটিয়ে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধে তারকাখচিত পর্তুগালের বিরুদ্ধে দুর্ধর্ষ ডিফেন্ডিং করে যায় লিচটেনস্টেইন।

আরও পড়ুন: স্বপ্নের ফ্রিকিকে ৮০০তম গোল মেসির! আর্জেন্টিনার জার্সিতে ফের জাদু মহাতারকার, দেখুন ভিডিও

তবে দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি তারা। বিরতির পর ৭০ সেকেন্ডের মাথায় ক্যান্সেলো হানা দিয়েছিলেন প্রতিপক্ষ বক্সে। তবে তিনি রুখে গেলেও বার্নার্ড সিলভা লুজ বল ধরে ২-০ করে যান। এরপরেই শেষ দিকে রোনাল্ডোর জোড়া গোল।

গত মাসেই ৩৮ বছরে পা রেখেছেন সিআরসেভেন। ৬৩ মিনিটে ক্যান্সেলোকে বক্সের মধ্যে লিচটেনস্টেইন ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগাল। সেখান থেকেই গোল রোনাল্ডোর। এরপরেই দুর্ধর্ষ ফ্রিকিকে ৪-০ করে যান মহাতারকা। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিক আপাতত তিনিই- ১২০-টি।

বেলজিয়ামের জাতীয় দলের প্রাক্তন কোচ রবার্তো মার্টিনেজকে কোচ করে এনেছে পর্তুগাল। ছাঁটাই হয়েছেন ফার্নান্দো স্যান্টোস। তিনি রোনাল্ডো ম্যাজিক দেখার পর বলে দিয়েছেন, “পজিটিভ খেলা দেখলাম। ট্রেনিংয়ে যে পরিশ্রম করেছি, ম্যাচে তার প্রতিফলন দেখা গেল। এই ধরণের ম্যাচ বরাবর কঠিন হয়। কিন্তু যেভাবে আমরা লিচটেনস্টেইনের বিপদ উড়িয়ে দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Portugal vs liechtenstein how cristiano ronaldo scored thunderous free kick and penalty goal watch video