Virat-Rohit Retirement: বিরাট-রোহিত যুগের অবসান, 'গার্ডেনে ঘুরে বেড়ানো'দের হাতেই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ?

Virat Kohli Rohit Sharma era ends: রোহিত ও বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার পর, ভারতের টেস্ট ক্রিকেট সেই 'গার্ডেনে ঘোরাঘুরি করা' প্রজন্মের হাতে পড়েছে।

Virat Kohli Rohit Sharma era ends: রোহিত ও বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার পর, ভারতের টেস্ট ক্রিকেট সেই 'গার্ডেনে ঘোরাঘুরি করা' প্রজন্মের হাতে পড়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat-Rohit Retirement: রোহিত ও বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার পর, ভারতের টেস্ট ক্রিকেট সেই 'গার্ডেনে ঘোরাঘুরি করা' প্রজন্মের হাতে পড়েছে

Virat-Rohit Retirement: রোহিত ও বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার পর, ভারতের টেস্ট ক্রিকেট সেই 'গার্ডেনে ঘোরাঘুরি করা' প্রজন্মের হাতে পড়েছে

Virat Kohli Rohit Sharma Retirement: কয়েক বছর আগে একটি টেস্ট ম্যাচ চলাকালীন মাঠে রোহিত শর্মা হঠাৎ খেপে গিয়েছিলেন তরুণ সতীর্থদের উদাসীনতা দেখে। তিনি বলেছিলেন, “যদি কেউ গার্ডেনে ঘুরে বেড়ায়, তাহলে সবার…” — এই মন্তব্যটি পরে মজার এক ভাইরাল মিমে পরিণত হয়। নিজেই পরে বিভিন্ন টক শো বা আইপিএল ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া কনটেন্টে মজা করে সেটি আবারও অভিনয় করেছেন রোহিত। তবে যেদিন তিনি কথাটা বলেছিলেন, সেটা কোনও রসিকতা ছিল না — তিনি সত্যিই রেগে গিয়েছিলেন টিমের মনোভাব দেখে।

Advertisment

এখন, রোহিত ও বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার পর, ভারতের টেস্ট ক্রিকেট সেই 'গার্ডেনে ঘোরাঘুরি করা' প্রজন্মের হাতে পড়েছে। রোহিতের অবসর ছিল অনেকটাই নির্বাচকদের অনুরোধে, কিন্তু কোহলির সিদ্ধান্তটা প্রত্যাশিত ছিল না। ফলে হঠাৎ করেই এক নবীন নেতৃত্ব ও অভিজ্ঞতাহীন দলের হাতে ভারতের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ ছেড়ে দিতে হয়েছে।

এটা শুধু দুই মহাতারকার প্রস্থানে অনিশ্চয়তা নয় — এটা এমন একটা সময়, যেখানে তরুণ ক্রিকেটারদের প্রস্তুতি নিয়েই সংশয় তৈরি হয়েছে। তাঁরা সৌভাগ্যবান ছিল, কারণ কোহলি ও রোহিতের মতো অভিজ্ঞদের ছায়ায় গড়ে ওঠার সুযোগ পেয়েছেন। তবে এখন তাঁরা নিজেরাই পথপ্রদর্শক — এক অচেনা জায়গায় ভারতীয় ক্রিকেট প্রবেশ করছে, যেখানে নেতৃত্ব দেবে এমন এক প্রজন্ম, যাঁরা টেস্ট ক্রিকেটের কষ্ট-পরিশ্রমের মুল্যটা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি।

Advertisment

আরও পড়ুন '২৬৯ চিরবিদায়...!', বিদায়বেলায় আবেগঘন বিরাট, কেন এই নম্বর লিখলেন? এর মানে কী?

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ চলাকালীন সেই উত্তেজনার চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল, যেখানে হেড কোচ গৌতম গম্ভীর নিজেই কড়া বার্তা দেন টিম স্ট্র্যাটেজি এবং প্রতিশ্রুতি নিয়ে। সিরিজের শুরু থেকেই, সংবাদপত্রে উঠে এসেছিল যে কিছু ক্রিকেটার দলের নেতৃত্ব পাওয়ার স্বপ্ন দেখছিল। সিডনি টেস্টে নিজের নাম বাদ দিয়ে রোহিত যখন বেঞ্চে বসেন, তখনই তিনি ক্যামেরার সামনেই নিজের ক্ষোভ প্রকাশ করেন।

যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার জন্য কি কোনও তরুণ তৈরি আছে কি না, রোহিত সোজাসুজি বলেন, “বলা খুব কঠিন। অনেক ছেলে আছে। কিন্তু আমি চাই তাঁরা আগে ক্রিকেটের গুরুত্বটা বুঝুক। এই জায়গার গুরুত্বটা বুঝুক। ওরা নতুন। আমি জানি, দায়িত্ব দেওয়া উচিত। কিন্তু সেটা আগে অর্জন করুক। কিছু বছর কঠিন টেস্ট ক্রিকেট খেলে সেটা অর্জন করুক।"

আরও পড়ুন চূড়ান্ত অভিমানেই অবসরের সিদ্ধান্ত! কেন আচমকা নিজেকে গুটিয়ে নিলেন বিরাট?

তিনি আরও বলেন, "আমি এখন এখানে আছি। বুমরাহ আছে। তার আগে বিরাট ছিল। তার আগে এমএস ধোনি। আমরা সবাই সেটা অর্জন করেছি। কেউ আমাদেরকে সোনার থালায় সাজিয়ে দেয়নি। ওদেরও তেমন করেই অর্জন করতে হবে। প্রচুর ট্যালেন্ট আছে ওদের মধ্যে। কিন্তু ভারতের অধিনায়ক হওয়া সহজ নয়। প্রচণ্ড চাপ থাকে। কিন্তু সেটা বিরাট সম্মানের বিষয়। আমাদের ইতিহাস ও খেলার ধরনে অনেক দায়িত্ব থাকে। তাই ওদের আগে সেটা অর্জন করতে হবে।”

Virat Kohli Rohit Sharma