Advertisment

অসুস্থ হয়ে হাসপাতালে সোনাজয়ী পিকে! আরোগ্য কামনায় ময়দান

এদিন সল্টলেকের নিজস্ব বাসভবনে অসুস্থ হয়ে পড়েন হঠাৎ। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্নায়ু বিশেষজ্ঞ সুনন্দন বসুর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর।

author-image
IE Bangla Web Desk
New Update
PK Banerjee

অসুস্থ অবস্থায় পিকে ব্যানার্জি (ফেসবুক)

কবি শঙ্খ ঘোষ মঙ্গলবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। সেদিনেই ময়দানি ফুটবলে ধাক্কা। প্রবাদপ্রতিম ফুটবল ব্যক্তিত্ব পিকে বন্দ্যোপাধ্যায়ও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল। স্নায়ুর রোগে আক্রান্ত তিনি। ৮৩ বছরের পিকে বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবারের অবস্থা বেশ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছয়। সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisment

জানা গিয়েছে, এদিন সল্টলেকের নিজস্ব বাসভবনে অসুস্থ হয়ে পড়েন হঠাৎ। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্নায়ু বিশেষজ্ঞ সুনন্দন বসুর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর।

আরও পড়ুন ডার্বি হারে ইন্দ্রপতন! পদত্যাগ কোচ আলেয়ান্দ্রোর

শেষ খবর পাওয়া পর্যন্ত পিকে বন্দ্যোপাধ্যায়ের অবস্থা আপাতত বেশ স্থিতিশীল। বেশ কয়েকমাস ধরেই অসুস্থ প্রবাদপ্রতিম কোচ। গত অক্টোবরে অসুস্থ পিকে-র সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীশ ধনখড়। সেখানে গিয়ে তিনি ফুটবলারের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি আরোগ্য কামনা করেন।

আরও পড়ুন ২০ লক্ষ থেকে শুরু! কেকেআরের কোন ক্রিকেটারের বেতন কত

বয়সজনিত কারণে প্রাক্তন এই ফুটবলারের শরীর অনেকটা ভেঙে গিয়েছে আগের তুলনায়। তাঁর অসুস্থ হওয়ার সংবাদে ময়দানের মন খারাপ। অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় ফুটবলের এই তারকা ফুটবল মহলে পি কে নামে বেশি পরিচিত। ১৯৬২-র এশিয়ান গেমসের সোনাজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। ১৯৫৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ভারতীয় দলের পাশাপাশি পূর্ব রেলের হয়েও খেলেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৪৫ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১৪টি। খেলা ছেড়ে দেওয়ার পরে কোচিংয়ে আসেন। তিন প্রধান তো বটেই জাতীয় দলের কোচের ভূমিকাও পালন করেছেন তিনি।

Football Kolkata Football Indian Football
Advertisment