/indian-express-bangla/media/media_files/2025/10/27/pratika-rawal-injury-update-2025-10-27-16-40-22.jpg)
প্রতীকা রাওয়ালের চোট নিয়ে এল বড় আপডেট
Pratika Rawal: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ (Women's ODI World Cup 2025) সেমিফাইনালে খেলতে নামবে ভারত (Indian Women Cricket Team)। তবে এই ম্যাচের আগে একটা বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্য়াচে ফিল্ডিং করার সময় টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার প্রতীকা রাওয়াল মারাত্মক চোট পেয়েছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) পক্ষ থেকে এবার এই চোটের ব্যাপারে বড়সড় আপডেট দেওয়া হল। জানানো হয়েছে, গোটা বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। সমর্থকরা আশা করছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্য়াচ খেলতে নামার আগে হয়ত সুস্থ হয়ে উঠতে পারবেন। কিন্তু, আপাতত শোনা যাচ্ছে যে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন তিনি।
২০২৫ মহিলা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্রতীকা রাওয়াল
বাংলাদেশের বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্য়াচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন প্রতীকা রাওয়াল। এমন সময় একটি ক্যাচ ধরতে গিয়ে তাঁর গোড়ালি মুচড়ে যায়। আর সেকারণেই তিনি মারাত্মক চোট পান। অবশেষে মেডিক্যাল টিম তাঁকে মাঠের বাইরে নিয়ে যায়। ক্রিকবাজ়ে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ থেকে প্রতীকা ইতিমধ্যে ছিটকে গিয়েছেন। তাঁর গোড়ালি স্ক্যান করা হয়েছে। তারপরই জানা গিয়েছে, চলতি টুর্নামেন্টে তিনি হয়ত আর ফিট হতে পারবেন না। ২০২৫ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে প্রতীকা ধারাবাহিকভাবে শুরুটা ভাল করেছেন। তিনি ছিটকে যাওয়ার কারণে টিম ইন্ডিয়া একটা বড়সড় ধাক্কা খেল।
২০২৫ মহিলা বিশ্বকাপে প্রতীকার ধামাকাদার পারফরম্য়ান্স
২০২৪ মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্রতীকা রাওয়াল ৬ ইনিংসে ৩০৮ রান করেছেন। এই টুর্নামেন্টে তিনি ৫১.৩৩ গড়ে ব্যাটিং করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে একটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। লিগ পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাওয়াল ১৩৪ বল খেলে ১২২ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দিয়েছিলেন। ইতিমধ্যে তিনি ১৩ চার এবং ২ ছক্কা হাঁকিয়েছেন। চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে তিনি ইতিমধ্যে নাম লিখিয়ে ফেলেছেন। নকআউট পর্বের আগে এই সেঞ্চুরিয়নের ছিটকে যাওয়া টিম ইন্ডিয়াকে যথেষ্ট টেনশনে রাখবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us