Pratika Rawal News: 'দেশের তেরঙার জন্য আমি গর্বিত', এক কথাতেই হৃদয় জিতলেন প্রতীকা

Pratika Rawal: রবিবার (২ নভেম্বর) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই ম্য়াচটা প্রতীকা রাওয়াল খেলতে নামেননি। তবে দলকে চিয়ার করতে তিনি মাঠে এসেছিলেন।

Pratika Rawal: রবিবার (২ নভেম্বর) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই ম্য়াচটা প্রতীকা রাওয়াল খেলতে নামেননি। তবে দলকে চিয়ার করতে তিনি মাঠে এসেছিলেন।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Pratika Rawal

বিশ্বকাপ জয়ের আনন্দে উচ্ছ্বসিত প্রতীকা

Pratika Rawal: ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women Cricket Team) তারকা ওপেনার প্রতীকা রাওয়াল ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's ODI World Cup 2025) দুর্দান্ত পারফরম্য়ান্স করছিলেন। এই টুর্নামেন্টে লিগ পর্বের শেষ ম্য়াচটা টিম ইন্ডিয়া খেলতে নেমেছিল বাংলাদেশের বিরুদ্ধে। ওই ম্য়াচে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান প্রতীকা। এরপর গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। সেমিফাইনাল ম্য়াচের আগে এটা যে টিম ইন্ডিয়ার কাছে একটা বড়সড় ধাক্কা ছিল, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। কারণ যথেষ্ট ভাল ছন্দে ছিলেন প্রতীকা। ব্যাট হাতে বইয়ে দিচ্ছিলেন রানের বন্য়া। তাঁর জায়গায় ভারতীয় মহিলা ক্রিকেট দলে সুযোগ পান শেফালি বর্মা (Shafali Verma)। কিন্তু, চোট পেলেও প্রতীকা একেবারে হতাশ হয়ে পড়েননি। দল বিশ্বকাপ জেতার পর তিনি সতীর্থদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নেন।

Advertisment

IND W vs SA W Final Highlights: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা

এই দলের অংশ হতে পারাটাই আমার কাছে গর্বের ব্যাপার: প্রতীকা রাওয়াল

২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করার পর প্রতীকা রাওয়াল বললেন, 'এই আনন্দটা আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারব না। আমার মুখ থেকে আপাতত কোনও শব্দ বেরোচ্ছে না। এই কাঁধে যে তেরঙা রয়েছে, সেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দলের সঙ্গে থাকতে আমার খুব ভাল লাগে। চোট খেলারই একটা অংশ। এই বিজয়ী দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত অনুভব করছি। এই দলটাকে আমি খুব ভালবাসি। মুখের কথায় এটা বলে বোঝাতে পারব না। এই জয়ের পর আমি সত্যিই খুব খুশি।'

Advertisment

Smriti Mandhana-Palash Muchhal Wedding: বিশ্বকাপ জয়ের পরই নতুন জার্নি, কবে বিয়ের পিঁড়িতে স্মৃতি? পাত্র কে?

যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ জয় করেছে ভারত, মনে করেন প্রতীকা

প্রতীকা রাওয়াল জানালেন, এই প্রথমবার ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ খেতাব জয় করেছে। আর একেবারে যোগ্য দল হিসেবেই ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। এর পাশাপাশি তিনি বললেন, 'আমার পক্ষে মাঠে বসে ম্য়াচ দেখা খুব কঠিন হয়ে উঠছিল। বাইরে থেকে দেখার বদলে মাঠে নেমে খেলাটা অনেক বেশি সহজ। কিন্তু এই আবেগ, এই পরিবেশ আমাকে রোমাঞ্চিত করে তুলেছে। যখনই কোনও উইকেটের পতন হয় কিংবা কেউ ছক্কা হাঁকায়, তখন রোমাঞ্চটা দেখার মতো হয়। এটা একটা আলাদা অনুভূতি।'

Indian Women Cricket Team: বিশ্বকাপ জয়ের পরও হবে না ভিকট্রি প্যারেড! মহিলাদের জন্য় আলাদা নিয়ম?

ভারতীয় দলের হয়ে করেছেন ১,০০০-এর বেশি রান

২০২৪ সালে টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট দলে অভিষেক হয়েছিল প্রতীকা রাওয়ালের। এরপর থেকেই তিনি এই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। এখনও পর্যন্ত ২৪ ওয়ানডে ম্য়াচে তিনি মোট ১,১১০ রান করেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে জোড়া শতরান এবং ৭ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। চলতি মহিলা বিশ্বকাপেও তিনি ব্যাট হাতে যথেষ্ট দাপট দেখিয়েছিলেন। ৬ ইনিংসে তিনি মোট ৩০৮ রান করেন। এরমধ্যে একটি শতরান এবং একটি হাফসেঞ্চুরি রয়েছে।

Pratika Rawal Women’s ODI World Cup 2025 Indian Women Cricket Team Shafali Verma