Ranji Trophy 2024: শ্রেয়স আইয়ার, ঈশান কিষানের মতই শাস্তি কেন দেওয়া হল না হার্দিক পান্ডিয়াকে। তা নিয়েই এবার প্রশ্ন তুললেন জাতীয় দলের প্রাক্তন পেসার প্রবীণ কুমার। বিস্ফোরক ভঙ্গিতে স্পিডস্টার বিসিসিআইয়ের দ্বৈত নীতির সমালোচনা করেছেন।
শুভঙ্কর মিশ্র-র ইউটিউব চ্যানেলে প্রবীণ কুমার বলে দিয়েছেন, "হার্দিক পান্ডিয়া কি চাঁদ থেকে এসেছে? ওঁকেও খেলতে হবে। ওঁর জন্য নিয়ম কেন আলাদা? বোর্ডের তো ওঁকেও ধমকানো উচিত। কেন ও স্রেফ ঘরোয়া ক্রিকেটের টি২০ ফরম্যাট খেলবে? খেললে তিনটে ফরম্যাটই খেলতে হবে। ও কি এমন কোনও ক্রিকেটার যে ৬০-৭০ টেস্ট খেলে ফেলেছে, এখন স্রেফ টি২০ ফরম্যাট খেলবে নিজের ইচ্ছামত!"
এবারেও প্ৰথম নয়, হার্দিক পান্ডিয়াকে এর আগেও সমালোচনায় জর্জরিত করেছেন প্রবীণ কুমার। চলতি সপ্তাহেই হার্দিকের ফিটনেস নিয়ে মুখ খুলেছেন তিনি, "আইপিএলের দু-মাস আগে চোট পেয়ে গেল। যাতে দেশের হয়ে খেলতে না হয়। এমনকি ঘরোয়া ক্রিকেটেও খেলবে না। সোজা আইপিএলে নামবে। এরকম নিয়ম হওয়া উচিত হয়। অর্থোপার্জন ঠিক আছে। এতে ভুল কিছু নেই। তবে দেশ এবং রাজ্য দলের হয়ে খেলতেই হবে। তারপরে আইপিএল।"
আরও পড়ুন- লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ক্রিকেট সুপারস্টার
বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে শ্রেয়স আইয়ার, ঈশান কিষান বাদ পড়া নিয়ে তুমুল আলোচনা হয়েছে। একই নিয়মে কীভাবে হার্দিক পান্ডিয়াকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হল, তা নিয়েও সম-পরিমাণ আলোচনা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে আগেই বলা হয়েছিল, হার্দিকের তরফে বোর্ডকে আশ্বস্ত করা হয়, জাতীয় দলের খেলার সূচি না থাকলে তিনি বরোদার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। তারপরই বোর্ডের তরফে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয় তারকা অলরাউন্ডারকে।
কেন্দ্রীয় চুক্তির আগে বোর্ডের যে বৈঠক হয়, সেখানে পান্ডিয়ার এ গ্রেড-এ থাকা নিয়ে আলোচনা হয়। বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ার পর হার্দিক সম্প্রতি ডিওয়াই পাতিল ক্রিকেট টুর্নামেন্টে প্রত্যাবর্তন ঘটিয়েছেন।