IND W vs SA W Final: ফাইনালে বদলে যাবে সবকিছু? বাদের খাতায় ভারতের তারকা ক্রিকেটার!

IND W vs SA W Final: ফাইনালের আগে উঠছে বড় প্রশ্ন—শেফালি ভার্মা কি থাকছেন ভারতীয় দলে? নাকি ফিরবেন হারলিন দিওল? দেখে নিন মহিলা বিশ্বকাপ ফাইনালের সম্ভাব্য একাদশ।

IND W vs SA W Final: ফাইনালের আগে উঠছে বড় প্রশ্ন—শেফালি ভার্মা কি থাকছেন ভারতীয় দলে? নাকি ফিরবেন হারলিন দিওল? দেখে নিন মহিলা বিশ্বকাপ ফাইনালের সম্ভাব্য একাদশ।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Predicted India Playing XI: সম্ভাব্য ভারতীয় মহিলা ক্রিকেট দল।

Predicted India Playing XI: সম্ভাব্য ভারতীয় মহিলা ক্রিকেট দল।

India W vs South Africa W Final: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত লড়াই ঘনিয়ে এসেছে। ২ নভেম্বর নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পর এখন সবার একটাই প্রশ্ন—ভারতীয় দলের সম্ভাব্য একাদশ কেমন হবে? 

Advertisment

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত নামিয়েছিল ৫ ব্যাটার, ২ অলরাউন্ডার ও ৪ বোলারকে। সেদিন শেফালি ভার্মা সুযোগ পান প্রীতিকা রাওয়ালের জায়গায়। প্রীতিকা চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। হারলিন দিওলকে বাদ দিয়ে রাধা যাদব ও শ্রী চরনী—দু’জন বাঁহাতি স্পিনারকে খেলিয়েছিলেন হরমনপ্রীত কৌর। ফলও মিলেছে দারুণ। শেফালি দ্রুত আউট হলেও, জেমাইমা রডরিগেজের সেঞ্চুরিতে ভারত পৌঁছেছে ঐতিহাসিক জয়ে। 

আরও পড়ুন- বাবাকে অপমানের যোগ্য জবাব, মেয়ে হয়ে প্রতিশোধ নিলেন জেমিমা!

প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়ার মতে, দলে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন—'যতক্ষণ সবাই ফিট আছে, ফাইনালে একই দল নামানোই বুদ্ধিমানের কাজ।' তবে শেফালির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও তাঁকে বাদ দেওয়ার সম্ভাবনা খুবই কম। একবছর পর নিজের প্রথম ওয়ানডে খেলেছেন তিনি, তা-ও সেমিফাইনালে। এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বেশি উইকেট হারিয়েছে স্পিনে। মজার ব্যাপার হল, তাদের দলে একজনও বাঁহাতি ব্যাটার নেই। তাই রাধা যাদব ও শ্রী চরনী—দু’জন বাঁহাতি স্পিনারকেই রেখে দিতে পারেন হরমনপ্রীত। অঞ্জুম বলেন, 'যদি দুই অফ-স্পিনার খেলতে পারে, তাহলে দুই লেফট-আর্ম স্পিনারও খেলতে পারে।'

Advertisment

আরও পড়ুন- শ্রেয়সের চোট নিয়ে বিশাল বড় আপডেট, সমর্থকদের 'সুখবর' দিল বিসিসিআই

ক্রান্তি গৌড়ের পারফরম্যান্স সেমিফাইনালে খুব একটা ভালো ছিল না—৬ ওভারে ৫৮ রান দিয়ে এক উইকেট। তবুও অঞ্জুম মনে করেন, তাঁকে বাদ দেওয়া ঠিক হবে না। ভারতের হাতে মাত্র তিন জন ফ্রন্টলাইন পেসার, আর অরুন্ধতী রেড্ডি এখনও একটিও ম্যাচ খেলেননি। তাই একই কম্বিনেশনই রাখা হবে বলেই আশা অনুরাগীদের।

আরও পড়ুন- এক প্লেট বিরিয়ানির থেকেও কম! বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম জানেন?

সম্ভাব্য ভারতীয় একাদশ (Predicted India Playing XI)

১) শেফালি ভার্মা
২) স্মৃতি মান্ধানা
৩) জেমাইমা রডরিগেজ
৪) হারমানপ্রীত কৌর (অধিনায়ক)
৫) দীপ্তি শর্মা
৬) ঋচা ঘোষ (উইকেটকিপার)
৭) অমনজোত কৌর
৮) রাধা যাদব
৯) ক্রান্তি গৌড়
১০) শ্রী চরনী
১১) রেনুকা সিং ঠাকুর

রিজার্ভ: স্নেহ রানা, অরুন্ধতী রেড্ডি, হারলিন দিওল, উমা চেত্রী

আরও পড়ুন- এই 'ছোট্ট' টোটকাতেই কেল্লাফতে! ভারতের বিশ্বকাপ জয় আটকাতে পারবেনা কেউ

তবে এমন দল হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত দল কেমন হবে, তা ঠিক করবে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বোর্ডের কর্তাদের ইচ্ছা-অনিচ্ছাকেও গুরুত্ব দেওয়া হয়। সব মিলিয়ে যাবতীয় হিসেব করেই চূড়ান্ত দল ঠিক করবে ভারতীয় দলের টি ম্যানেজমেন্ট।

Final South Africa India