'২-৩ কোটি দিয়ে দাও, প্রভু!'- কোনও ধর্মস্থানে গিয়ে ধর্মীয় 'বাবা'র কাছে ধার্মিক ব্যবসায়ীর আবেদন নয়। কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের কাছে করজোড়ে এই আবেদন জানালেন এক টিভি সঞ্চালক। অবশ্যই মজা করে! সেই ভিডিও প্রকাশিত হতেই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। কারণ, সদ্য শেষ হয়েছে আইপিএল নিলাম। সেখানে কয়েক লক্ষ থেকে শুরু করে কোটি কোটি টাকা খেলোয়াড়দের দর উঠেছে। গম্ভীরের দল কেকেআর তো অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টার্ককে কিনেছে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে। যা, আইপিএল নিলামের ইতিহাসে নজির গড়েছে। নিলামের প্রকাশিত ভিডিওয় স্পষ্ট ইঙ্গিত, কেকেআর তার মেন্টর গৌতম গম্ভীরের কথাতেই স্টার্ককে এই বিপুল দামে কিনেছে। আর, তারপরই সামনে এল গম্ভীরের সঙ্গে টিভি উপস্থাপকের এই হাস্যকর ভিডিও।
যে টিভি সঞ্চালক গম্ভীরের সঙ্গে এই মস্করা করেছেন, তাঁর নাম যতীন সপ্রু। প্রকাশিত ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, 'প্রভু, ২-৩ কোটি দে দো।' ১৫ সেকেন্ডের ক্লিপে দেখা গিয়েছে, টেবিলে কয়েকজনের সঙ্গে বসে কেকেআর মেন্টর। পায়ের ওপর পা তুলে আলোচনা করছেন। আচমকা বাইরে থেকে দেখে সপ্রু কাচের দরজা খুলে ভিতরে ঢোকেন। হাঁটু ভাঁজ করে 'আল্লাহকে নাম পে দে দে, বাবা' বলার কায়দায়, দুই হাত পেতে নাচাতে নাচাতে গম্ভীরকে বলছেন, 'প্রভু---প্রভু---২-৩ কোটি দে দো, প্রভু, ২-৩ কোটি দে দো।' গম্ভীরকে দেখা যায় প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে হাত দিয়ে মুখ আড়াল করতে। তারপর, রীতিমতো ধর্মীয় বাবাজিদের কায়দায় সপ্রুকে আশীর্বাদ করতে। এই ভিডিওই হাসির রোল তুলেছে স্যোশাল মিডিয়ায়।
আরও পড়ুন- রাহুলকে নিয়ে দ্রাবিড়ের বেনজির সিদ্ধান্ত! চটে লাল পার্থিব প্যাটেল, সরাসরি ওগরালেন ক্ষোভ
গত ১৯ ডিসেম্বর, দুবাইয়ে বসেছিল আইপিএল নিলামের আসর। কেকেআর অবশ্য একা নয়। অন্যান্য দলগুলোও রীতিমতো জল বইয়ে দেওয়ার মত কোটি কোটি টাকায় ক্রিকেটারদের ওই নিলামে কিনেছেন। স্টার্কের জাতীয় দলের অধিনায়ক প্যাট কামিন্সকেই যেমন আইপিএল টিম হায়দরাবাদ সানরাইজার্স ওই দিন ২০.৫ কোটি টাকায় কিনেছে। যা তখন আইপিএল নিলামে রেকর্ড গড়েছিল। সেই রেকর্ডই ঘণ্টাখানেকের মধ্যে কেকেআর স্টার্ককে কিনে ভেঙে দেয়। এর আগে স্টার্ক আইপিএল খেলেছেন ২০১৪ এবং ২০১৫-য়। দু'বারই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। তার মধ্যে ২০১৪-য় ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। গড় রান ছিল ২৮.৭১। আর, ২০১৫-য় পারফরম্যান্স বেটার করেন। ১৩ ম্যাচে পান ২০ উইকেট। গড় ছিল ১৪.৫৫। তার মধ্যে ছিল ১৫ রানে ৪ উইকেট শিকারের কৃতিত্বও।