Advertisment

ডুরান্ডে এবার দ্রৌপদী কানেকশন! শুক্রবার বড় ঘোষণা করল সেনাবাহিনী

ডুরান্ডের সরকারি উদ্বোধন হয়ে গেল শুক্রবার। উদ্বোধনে আসবেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আজাদি কা অমৃত মহোৎসব। এই আবহেই এবার ডুরান্ড কাপ আয়োজন করতে চলেছে সেনা কর্তৃপক্ষ। এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট আয়োজনে এবার সেনা বাহিনীর শরিক হয়েছে রাজ্য সরকারও।

Advertisment

শুক্রবার ডুরান্ড কর্তৃপক্ষের তরফে টুর্নামেন্টের উদ্বোধন করা হল ফোর্ট উইলিয়ামসে। জানিয়ে দেওয়া হল, ১৬ তারিখ যুবভারতীতে ডুরান্ড কাপের উদ্বোধনে হাজির থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইনালের মঞ্চে আরও চমক সদ্য রাষ্ট্রপতির চেয়ারে বসা দ্রৌপদী মুর্মু হাজির হতে পারেন যুবভারতী স্টেডিয়ামে।

ডুরান্ড নিয়ে এমনিতেই এবার উত্তেজনার পারদ চড়ছে। আইএসএলের এগারো দলের সঙ্গে অংশ নিচ্ছে পাঁচ আইলিগের দল-ও। কলকাতা ছাড়াও গুয়াহাটি, ইমফলে অনুষ্ঠিত হবে মেগা এই টুর্নামেন্ট।

ডুরান্ডের উদ্বোধনে সেনাবাহিনীর তাঁবুতে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনিও বড়সড় ঘোষণায় জানিয়ে দিলেন, ২০২৫ পর্যন্ত ডুরান্ড কলকাতাতেই হবে। ডুরান্ডের ইতিহাসে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই প্রধানই ১৬বার করে ট্রফি জিতেছে। লাল-হলুদ নাকি সবুজ-মেরুন ডুরান্ডের নতুন চ্যাম্পিয়ন কে হবে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রীড়ামন্ত্রী।

Kolkata Football Indian Football Arup Biswas
Advertisment