Advertisment

‘দেশকে গর্বিত করার জন্য অভিনন্দন’, সিন্ধুর সাফল্যে ট্যুইট-বার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

PV Sindhu wins Bronze in Tokyo 2020 Olympic: এদিনের ম্যাচে সিন্ধুর পক্ষে ফল ২১-১৩, ২১-১৫।

author-image
IE Bangla Web Desk
New Update
Tokyo Olympic, PV Sindhu, Bronze Medal

ট্যুইটের সঙ্গে এই ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী। সৌজন্য: নরেন্দ্র মোদি/ফেসবুক

PV Sindhu wins Bronze: টোকিও অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করলেন শাটলার পিভি সিন্ধু। চিনের হে বিং জিয়াওকে স্ট্রেট সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন এই ভারতীয় ক্রীড়াবিদ। এদিনের ম্যাচে সিন্ধুর পক্ষে ফল ২১-১৩, ২১-১৫। আর ব্রোঞ্জ পদকের এই ম্যাচে সিন্ধুর জয় নিশ্চিত হতেই শুভেচ্ছার বন্যা ট্যুইটার-ফেসবুকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর সাফল্যে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘প্রথম ভারতীয় মহিলা হিসেবে দুটি অলিম্পিকে পদক জিতলেন পিভি সিন্ধু। ধারাবাহিকতা-উৎকর্ষের উদাহরণ তিনি। ভারতকে গর্বিত করার জন্য আমার আন্তরিক অভিনন্দন।‘ একইভাবে সিন্ধুর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘আমাদের গর্ব এবং সবচেয়ে সফল অলিম্পিক ক্রীড়াবিদ পিভি সিন্ধু। তাঁর সাফল্যে আমরা সবাই উচ্ছ্বসিত। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার জন্য সিন্ধুকে অভিনন্দন।‘ পড়ুন রাষ্ট্রপতির ট্যুইট:

Advertisment

তবে শুধু রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী নয়। সিন্ধুর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ট্যুইট করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি লেখেন, ‘বিরাট জয়। প্রতিপক্ষকে চাপে রেখেই তুমি ইতিহাস গড়েছ। একজন ক্রীড়াবিদের জোড়া অলিম্পিক পদক। দেশ তোমার জন্য গর্বিত। এখন শুধু ঘরে ফেরার অপেক্ষা।‘ এদিন তাঁকে ট্যুইট করে অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লেখেন, ‘দেশের নাম উজ্জ্বল রাখতে এভাবেই তুমি খেলে যাও। তোমার এদিনের সাফল্যে আমরা সবাই গর্বিত।‘ এমনকি ভারতকে এই অলিম্পিকে প্রথম পদক দেওয়া ভারত্তোলক মীরাবাই চানুও ট্যুইটে সিন্ধুকে অভিনন্দন জানান। পড়ুন ক্রীড়ামন্ত্রীর ট্যুইট:

এদিকে, রিও-র পর এবার টোকিওতেও ইতিহাস গড়ে ফেললেন পিভি সিন্ধু। এই অলিম্পিকে সোনা জেতার সুযোগ ২৪ ঘন্টা আগেই হাতছাড়া হয়েছে ভারতীয় শাটলারের।  ব্রোঞ্জ জিতে সেই খেদ কিছুটা হলেও মিটিয়ে ফেললেন ভারতের ব্যাডমিন্টন রানী। যদিও এবছর তিনি টোকিও এসেছিলেন পদকের রঙ বদলাতে। অর্থাৎ রুপোকে, সোনায় বদলানোর প্রস্তুতি নিয়েই টোকিও এসেছিলেন সিন্ধু। কিন্তু শনিবার চাইনিজ তাইপের শাটলার তাই জু’র কাছে হেরে সেই স্বপ্নভঙ্গ হয় সিন্ধুর। তাই ব্রোঞ্জ পদকের এই ম্যাচে আরও রক্ষণাত্মক ছিলেন পিভি। প্রথম থেকে চিনা প্রতিপক্ষকে চাপে রেখে পরপর দুটি সেটই জিতে নিয়েছেন এই ভারতীয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Tokyo Olympic 2020 India PV Sindhu Bronze Medal
Advertisment