Advertisment

মোদীকে বিশেষ জার্সি উপহার দিলেন ফিফা প্রেসিডেন্ট

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ জার্সি উপহার দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো। আর্জেন্তিনার রাজধানী বুয়েনস আইরেসে ত্রয়োদশ জি-২০ সম্মেলনে দেখা হয়েছিল দু’জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
modi-fifa-759

ফিফা প্রেসিডেন্টের থেকে বিশেষ জার্সি উপহার পেলেন মোদী (ছবি টুইটার)

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ জার্সি উপহার দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো। আর্জেন্তিনার রাজধানী বুয়েনস আইরেসে ত্রয়োদশ জি-২০ সম্মেলনে দেখা হয়েছিল দু’জনের। মোদী টুইট করেই এই জার্সির ছবি পোস্ট করেছেন। গত বছর সফল ভাবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত। তারপর থেকেই ফিফার গুডবুকে প্রথমের দিকেই এই দেশ।

Advertisment

মোদী টুইটারে লিখলেন, “আর্জেন্তিনায় এসে ফুটবলের কথা না-ভেবে থাকা যায় না। ভারতে আর্জেন্তাইন ফুটবলাররা অসম্ভব জনপ্রিয়। আজ ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনোর থেকে বিশেষ একটা জার্সি উপহার পেলাম। তাঁকে অসংখ্য ধন্যবাদ।” মোদী তিন দিনের সফরে আর্জেন্তিনায় রয়েছেন। ‘যোগা ফর পিস’ শীর্ষক একটি সেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আর্জেন্তিনা যদি ভারতের দর্শন, শিল্প, সঙ্গীত ও নাচের প্রতি আগ্রহী হয় তাহলে ভারতে আর্জেন্তিনার ফুটবল স্টারদের লক্ষ লক্ষ ফ্যান রয়েছে। ভারতের প্রবাদের মতো মারাদোনা।”

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে হতাশ বারুইপুরের ট্যাক্সিচালক সহিদুল, পেয়ারা দেওয়া হল না মোদীকে

২০২১-এর বদলে ২০২২ সালে ভারত জি-২০ সম্মেলন আয়োজন করবে বলে জানিয়েছেন মোদী। এ প্রসঙ্গে দেশের প্রধানমন্ত্রী বললেন, “২০২২-এ ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ। আমরা ২১-এর বদলে ২২-এ জি ২০ সম্মেলন আয়োজনের অনুরোধ করেছিলাম। সকলেই তা মেনে নিয়েছে। এর জন্য় আমি বাধিত। ওই বছর আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তের নেতৃত্বের আহ্বান করছি।” ২০০৮ থেকেই জি ২০ সম্মেলন হয়ে আসছে।  বিশ্বের ১৯টি সবচেয়ে শক্তিশালী শিল্পায়িত দেশগুলির সঙ্গেই ইউরোপীয় ইউনিয়নগুলিও যোগ দেয়।

PM Narendra Modi FIFA World Cup
Advertisment