Advertisment

পৃথ্বী শ-কে ব্যাট দিয়ে থেঁতো করে গ্রেফতার সুন্দরী! কে এই স্বপ্না গিল, চিনুন পরিচয়, দেখুন ভিডিও

পৃথ্বী শ-কে ব্যাট দিয়ে বেপরোয়া মারতে শুরু করেন এই স্বপ্না গিল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

পৃথ্বী শ-য়ের ওপর হামলা চালিয়ে গ্রেফতার হয়েছেন স্বপ্না গিল। রাতারাতি সংবাদমাধ্যমের শিরোনামে স্বপ্না। তিনি অবশ্য সাধারণ আম-পাবলিক নন। সোশ্যাল মিডিয়ার কেউকেটা বলা চলে ধৃত স্বপ্না গিলকে। নেট দুনিয়ায় তাঁর স্বতন্ত্র পরিচিতি রয়েছে। তিনি আদতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা অনেকেরই চোখ ধাঁধাবে- ২ লক্ষ ১৯ হাজার

Advertisment

সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় হওয়ার পাশাপাশি দিনেশ লাল যাদব, রবি কিষেনদের মত ভোজপুরি সিনেমার হিরোদের সঙ্গেও ছবিতে কাজ করেছেন। জন্ম এবং বেড়ে ওঠা চন্ডীগড়ে। নিজের সোশ্যাল মিডিয়া পেজে বিনোদনমূলক ছবি, ভিডিও যেমন শেয়ার করেন তেমন ফ্যাশনিস্তা হিসাবেও সুনাম রয়েছে তাঁর। কাশি অমরনাথ, নিরুহা চালাল লন্ডন, এবং সম্প্রতি ২০২১-এ মেরা ওয়াতন ছবিতেও অভিনয় করেছেন তিনি। ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি ভিডিও শেয়ারিং এপ জশ, স্ন্যাপচ্যাট-এও একাউন্ট রয়েছে গিলের।

সান্তাক্রুজের এক ক্যাফেতে সেলফির দাবি অগ্রাহ্য করায় বাইরে ব্যাট হাতে ক্রিকেটার, তাঁর গাড়ির ওপর চড়াও হন স্বপ্না গিল সহ কয়েকজন। তারপরেই অভিযোগের পর গ্রেফতার করা হয় গিলকে।

পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার সকালের সাহারা স্টার হোটেলের ক্যাফে রুমে ঘটনাটি ঘটেছে। পৃথ্বী সেখানে বন্ধু-বান্ধবদের সঙ্গে ব্রেকফাস্ট করছিলেন। দুজন ব্যক্তি তারকা ক্রিকেটারের কাছে সেলফির জন্য আবদার করেন। তবে পৃথ্বী সেলফি তোলার মুডে ছিলেন না। বারবার বিরক্ত করায় সংশ্লিষ্ট দুজনকে হোটেল কর্মীরা বের করে দেন। তবে এতে দুইজন অপমানিত বোধ করেন।

পৃথ্বী শ বাইরে বেরিয়ে আসতেই বেসবল ব্যাট দিয়ে আঘাত হানে সেই দুই ব্যক্তি। দিনের শেষে সেই ভিডিওই ভাইরাল।

Read the full article in ENGLISH

Selfie Prithvi Shaw
Advertisment