Advertisment

মুম্বইয়ে মারাত্মকভাবে আক্রান্ত পৃথ্বী! ব্যাট দিয়ে বারবার মেরে ভেঙেচুরে একাকার তারকার গাড়ি

জাতীয় দলের তারকা ক্রিকেটার যে এভাবে আক্রান্ত হবেন, বোঝা যায়নি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মুম্বইয়ের মাটিতেই এবার আক্রান্ত হলেন পৃথ্বী শ। ওশিয়ারা পুলিশের তরফে জোর জবরদস্তি, জুলমবাজি, অপরাধপ্রবণতার জন্য আটজন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পৃথ্বী শ এবং তাঁর বন্ধুবান্ধবদের বিরুদ্ধে হামলা করার জন্য।

Advertisment

পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার সকালের সাহারা স্টার হোটেলের ক্যাফে রুমে ঘটনাটি ঘটেছে। পৃথ্বী সেখানে বন্ধু-বান্ধবদের সঙ্গে ব্রেকফাস্ট করছিলেন। দুজন ব্যক্তি তারকা ক্রিকেটারের কাছে সেলফির জন্য আবদার করেন। তবে পৃথ্বী সেলফি তোলার মুডে ছিল না। বারবার বিরক্ত করায় সংশ্লিষ্ট দুজনকে হোটেল কর্মীরা বের করে দেন। তবে এতে দুইজন অপমানিত বোধ করেন।

পৃথ্বী শ বাইরে বেরিয়ে আসতেই বেসবল ব্যাট দিয়ে আঘাত হানে সেই দুই ব্যক্তি। দিনের শেষে সেই ভিডিওই ভাইরাল।

থানায় অভিযোগকারী পৃথ্বী শ, তাঁদের বন্ধু আশিস যাদব এবং ব্রিজেশ পুলিশকে জানিয়েছেন, বিমানবন্দরের কাছেই সাহারা স্টার হোটেলে তাঁরা ব্রেকফাস্ট সারতে গিয়েছিলেন। এক আধিকারিক জানিয়েছেন, "ওঁরা যখন প্রাতরাশ সারছিলেন, সেই সময় দুজন ব্যক্তি সহ এক মহিলা সেলফির জন্য তারকা ক্রিকেটারের কাছে যান। প্রথমে পৃথ্বী পুরো বিষয়টি ভালভাবে মেনে নেন। তবে দুজন আরও ছবির জন্য পৃথ্বীকে উত্যক্ত করতে থাকেন।"

শ আরও ছবির আবদার নাকচ করে দিতে সেই দুই ব্যক্তি ক্রিকেটারের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।

পুলিশি অভিযোগনামায় পৃথ্বী শয়ের বন্ধু আশিস যাদব লিখেছেন, "খাওয়া দাওয়া সেরে আমি, পৃথ্বী এবং ব্রিজেশ বেরিয়ে আসার পরই দেখতে পাই, দুজন ব্যক্তির মধ্যে একজন হাতে বেসবল ব্যাট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখন আমরা নিজেদের গাড়িতে বসি, সেই সময় গাড়ির সামনে এসে গাড়ির ফ্রন্ট গ্লাসে আঘাত করতে থাকে।"

ওঁরা যখন ক্রমশ হিংস্র হয়ে উঠছিল আশিস তখন পৃথ্বীকে অন্য গাড়িতে পাঠিয়ে দেন। সে এবং ব্রিজেশ বেশ কিছু সময় অপেক্ষা করে শেষমেশ বেরিয়ে পড়ে। তবে তখনও সেই ব্যক্তিরা পিছু ছাড়েনি তাঁদের। মোটরবাইকে করে তাঁদের ফলো করতে থাকে তারা।

সেই ব্যক্তিরা তাদের গাড়ি থামিয়ে অশ্রাব্য গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ উঠেছে। বাইকে চড়া একজন অপরিচিত ব্যক্তি গাড়ির পিছনের গ্লাস ভেঙে দেয়।

এমনকি অভিযুক্তদের মধ্যে অন্যতম সেই মহিলা পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবিও করে। পুলিশের ডেপুটি কমিশনার অনিল পরশকর জানিয়েছেন, "সেই মহিলা পুলিশের নম্বর ডায়ালও করে। তবে আমাদের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছনোর পর সেই মহিলা জানান, সমস্যা মিটে গিয়েছে।

এরপরেই আশিস সেই ক্যাফেতে ফিরে যান। গিয়ে সংশ্লিষ্ট দুই ব্যক্তির পরিচয় অনুসন্ধান করে জানতে পারেন দুজনের নাম শোভিত ঠাকুর এবং সানা গিল। এই ঘটনার পর পৃথ্বী সহ তাঁর বন্ধুবান্ধবরা রীতিমতো আতঙ্কে ছিলেন। বিকেলের দিকে ওশিয়ারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। তারপরেই দুজনের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Read the full article in ENGLISH

Prithvi Shaw Indian Cricket Team
Advertisment