Advertisment

ডোপ ভুল আর হবে না, ঠেকে শিক্ষা নিয়েছেন পৃথ্বী

গত বছর জুলাই মাসেই ডোপ পরীক্ষায় ধরা পড়েন মুম্বইয়ের এই তারকা ক্রিকেটার। যে বস্তু পৃথ্বীর নমুনায় মিলেছিল তা সাধারণত কাফ সিরাপে থাকে। তারপর ৮ মাস ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় তাঁকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একবার ভুল করে ফেলেছেন। দ্বিতীয়বার সেই ভুল আর হবে না। এমনই প্রতিশ্রুতি দিয়ে রাখছেন জাতীয় দলের উদীয়মান নক্ষত্র পৃথ্বী শ। ডোপ পরীক্ষায় ধরা পড়ে নির্বাসনে কাটাতে হয়েছিল তাকে। কয়েকমাসের নির্বাসন কাটিয়ে নিউজিল্যান্ড সফরেই জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন করেছিলেন। সেই বিষয়েই এবার তিনি মুখ খুললেন সাক্ষাৎকারে।

Advertisment

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পৃথ্বী বলেছেন, "যদি সামান্য ছোট ওষুধও নাও। তাহলেও চিকিৎসক কিংবা বিসিসিআই ডাক্তারদের সঙ্গে আলোচনা করে নেওয়া ভালো। সমস্ত নিষিদ্ধ বস্তু চিকিৎসকদের কাছ থেকে জেনে নেওয়া ভাল। সেই অনুযায়ী সতর্কতা অবলম্বন করা উচিত। নাহলে সমস্যায় পরতে হতে পারে।"

গত বছর জুলাই মাসেই ডোপ পরীক্ষায় ধরা পড়েন মুম্বইয়ের এই তারকা ক্রিকেটার। যে বস্তু পৃথ্বীর নমুনায় মিলেছিল তা সাধারণত কাফ সিরাপে থাকে। তারপর ৮ মাস ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় তাঁকে। নভেম্বরে নির্বাসন পর্ব মেটার পরেই জাতীয় দলে পুনরায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

তারপর থেকেই সতর্ক হতে শিখেছেন তিনি। সেই সাক্ষাৎকারে পৃথ্বী বলেছেন, "যে ওষুধই নেওয়া হোক না কেন তার বিষয়ে নিশ্চিত হতে হবে। এমনকি প্যারাসিটামলের মতো অতি সাধারন ওষুধের ক্ষেত্রেও। উঠতি যে ক্রিকেটাররা এই বিষয়ে ওয়াকিবহাল নয় তাদেরও এই পরামর্শ দেব।"

তিনি যে এই ভুল আর কখনো করবেন না তা জানিয়ে বলেছেন, "আমার ক্ষেত্রে যা হয়েছিল তা হলো একটা কাফ সিরাপ। যা আমি জানতামই না নিষিদ্ধ বস্তুর তালিকায়। গোটা বিষয় থেকে যথেষ্ট শিক্ষা নিয়েছি। এই ভুল আর হবে না। এখন যদি সামান্য ছোট ওষুধও নিতে হয় তাহলে বিসিসিআই চিকিৎসকদের কাছে ছুটি। সেই ওষুধে যে কোনো নিষিদ্ধ উপাদান নেই তা আগে নিশ্চিত করে নি।"

এদিকে করোনার প্রকোপে যেভাবে ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে তা রীতিমতো অত্যাচারের সামিল। এমনটাই বলছেন পৃথ্বী। তাঁর বক্তব্য, "ক্রিকেট থেকে দূরে থাকা যথেষ্ট কঠিন। এটা অনেকটা অত্যাচারের মতো। এমনটা কোনও ক্রিকেটারের সঙ্গে হওয়া উচিত নয়।"

Prithvi Shaw BCCI
Advertisment