/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/EvDiEj6VgAE6tNe_copy_1200x676.jpeg)
কয়েকমাস আগেও জাতীয় দলের টেস্টের স্কোয়াডে একনম্বর বাছাই ওপেনার ছিলেন। তবে টানা ব্যর্থতায় পৃথ্বী শ জাতীয় দলে জায়গা হারিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ব্যাক আপ ওপেনার হিসাবেও জায়গা হয়নি মুম্বইকরের। রোহিত শর্মা নিয়মিত হয়ে উঠেছেন।
তবে জাতীয় দলে ব্রাত্য হওয়ার পরই বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে খেলতে নেমে ইতিহাস গড়ে ফেললেন উঠতি এই প্রতিভা। লিস্ট-এ ক্রিকেটে ২০০ ক্লাবের সদস্য হয়ে গেলেন তিনি। বিজয় হাজারে ট্রফিতে পুদুচ্চেরির বিপক্ষে খেলতে নেমে মুম্বইয়ের জার্সিতে পৃথ্বী শ ১৫২ বলে ২২৭ রানে অপরাজিত রইলেন। নিজের ইনিংসে হাঁকালেন ২৭টি বাউন্ডারি এবং ৪টি বিশাল ছক্কা। ১৪২ বলে নিজের দ্বিশতরান পূর্ণ করেন শ।
আরো পড়ুন: ছেড়ে কথা নয়! কোহলির তোপের সামনে এবার স্টোকস, নাজেহাল করা ভিডিও দেখুন
বিজয় হাজারে ট্রফির ইতিহাসে পৃথ্বী শ চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দ্বিশতরান করার নজির গড়লেন। সবমিলিয়ে লিস্ট এ-তে ডাবল সেঞ্চুরি করার তালিকায় তিনি অষ্টম ভারতীয়। লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে তাঁর আগে কোনো ক্যাপ্টেন এত রান করতে পারেননি। বিজয় হাজারের ইতিহাসে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। পৃথ্বীর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সঞ্জু স্যামসন। গোয়ার বিপক্ষে ২০১৯ সালে তিনি ২১২ করেন। সেই রেকর্ডও টপকে যান ২১ বছরের তারকা।পুদুচ্চেরির বিপক্ষেই নেতৃত্বে অভিষেক হয়েছিল পৃথ্বী শ-য়ের। আর সেই ম্যাচেই ইতিহাস।
What an unbelievable knock from Prithvi Shaw - unbeaten 227 runs from 152 balls including 31 fours and 5 sixes against Pondicherry in the Vijay Hazare Trophy - He was leading Mumbai team as well - Captain Shaw lead from front with the bat. pic.twitter.com/RNpQIft7AO
— Johns. (@CricCrazyJohns) February 25, 2021
প্রসঙ্গত, লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের মালিক আলি ব্রাউনের (২৬৮)।
জাতীয় দলের জার্সিতে অস্ট্রেলিয়া সফরে এডিলেডে দিন রাতের টেস্টে শেষবার খেলেছিলেন পৃথ্বী শ। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরই বসিয়ে দেওয়া হয় তাঁকে। দুই ইনিংসে তিনি করেছিলেন যথাক্রমে ০ এবং ৪ রান। তাঁর পরিবর্তে নেমে শুভমান গিল টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করে ফেলেছেন।
আরো পড়ুন:ভারতকে টেনে খেলাচ্ছেন আম্পায়ার! বিস্ফোরক অভিযোগ তুলে সরাসরি নালিশ ইংল্যান্ডের
চলতি ইংল্যান্ড সিরিজের তিন ফরম্যাটের কোনো দলেই ঠাঁই হয়নি তাঁর। তাই ব্যাট হাতে নিজের ফর্ম দেখিয়ে দিলেন তিনি। আসন্ন আইপিএলেই তাঁকে খেলতে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে।
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে তিনি কি আবার প্রত্যাবর্তন ঘটাতে পারবেন টিম ইন্ডিয়ায়, সেটাই দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন