Advertisment

সোশাল মিডিয়ায় চূড়ান্ত সমালোচিত পৃথ্বী শ, কিন্তু কেন? জানতে দেখুন ভিডিও

পৃথ্বীকে শুনতে হলো 'ওভাররেটেড', 'অতিরিক্ত আত্মবিশ্বাসী'। কেউ প্রশ্ন তুললেন তাঁর আচরণ নিয়ে। কারোর মতে পৃথ্বীর আন্তর্জাতিক ক্রিকেটে স্থায়িত্ব বেশি দিনের নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Prithvi Shaw Trolled For "Over Confident Gesture"

সোশাল মিডিয়ায় চূড়ান্ত সমালোচিত পৃথ্বী শ, কিন্তু কেন? জানতে দেখুন ভিডিও

ডোপের জন্য় আট মাস ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন পৃথ্বী শ। রবিবার ক্রিকেটে ফিরেই নিজের জাত চিনিয়েছেন মুম্বইয়ের ওপেনার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে  ৩৯ বলে ৬৩ রান করে গেলেন তিনি। সাতটি বাউন্ডারি এবং দু'টো ওভার বাউন্ডারিতে সাজানাে ইনিংসে পৃথ্বী নিজের উপস্থিতি জানান দিয়েছেন।

Advertisment

সুন্দর কামব্য়ক ইনিংসের পরেও সোশাল মিডিয়ায় চূড়ান্ত সমালোচিত হলেন ভারতীয় ওপেনার। পৃথ্বীর 'ঔদ্ধত্য়ের' ও 'অহঙ্কার' নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা। হাফসেঞ্চুরি করার পরেই পৃথ্বী ক্যামেরার দিকে লক্ষ্য করে নিজের ব্যাট তুলেছিলেন। আঙুলের ইশারায় কোথাও যেন তিনি বার্তা দিতে চেয়েছিলেন, “আপনারা মুখ চালাতেই থাকুন। আমার ব্যাটই সব জবাব দেবে।” পৃথ্বীর হাফ-সেঞ্চুরির ভিডিও বিসিসিআই টুইট করার পরেই শুরু হয়ে যায় পৃথ্বীকে নিয়ে কাঁটাছেঁড়া।

আরও পড়ুন-নির্বাসন থেকে ক্রিকেটে ফিরেই দুরন্ত ব্যাটিং পৃথ্বীর

পৃথ্বীকে শুনতে হলো 'ওভাররেটেড', 'অতিরিক্ত আত্মবিশ্বাসী'। কেউ প্রশ্ন তুললেন তাঁর আচরণ নিয়ে। কারোর মতে পৃথ্বীর আন্তর্জাতিক ক্রিকেটে স্থায়িত্ব বেশি দিনের নয়। এই প্রতিবেদনে রইল পৃথ্বীর সেলিব্রেশন নিয়ে টুইটারাত্তিদের মতামত।

চলতি বছর জুলাই মাসে বিসিসিআই পৃথ্বীকে সাসপেন্ড করেছিল। পৃথ্বী যে কাশির সিরাপ খেয়েছিলেন তাতে ছিল টারবুটালাইন, যা প্রায় কম-বেশি প্রতিটি কাশির সিরাপেই পাওয়া যায়। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)-র নিয়ম মতে এটি একটি নিষিদ্ধ উপাদান। যা কোনও ক্রিকেটারের নেওয়া নিষিদ্ধ। কাশির ওষুধ সেবন করেই ক্রিকেট থেকে এই ক’মাস দূরে থাকতে হয়েছিল পৃথ্বীকে।

cricket Prithvi Shaw
Advertisment