Advertisment

MCA Slams Prithvi Shaw: গোটা রাত বাইরে, হোটেলে ঢোকে সন্ধ্যে ৬ টায়! পৃথ্বীকে নিয়ে বড় কেলেঙ্কারি ফাঁস মুম্বই ক্রিকেট

MCA Slams Prithvi Shaw: সারা রাত পৃথ্বী কোথায়, গোপন অভিসারের কেচ্ছা ফাঁস করল এবার মুম্বই ক্রিকেট সংস্থা। নিন্দায় সরব ক্রিকেট দুনিয়ার অনেক বিশিষ্টই।

author-image
IE Bangla Sports Desk
New Update
Prithvi Shaw, পৃত্থী শ

Prithvi Shaw: পৃত্থী শ। (ছবি- বিসিসিআই)

MCA hits back at Prithvi Shaw's outburst over Vijay Hazare snub: বিরাট অভিযোগ ক্রিকেটার পৃথ্বী শ-এর বিরুদ্ধে। তিনি সারারাত বাইরে ছিলেন। সকাল ৬টায় টিম হোটেলে ঢুকেছেন। এই রিপোর্ট সত্যি হলে, পৃত্থী সাসপেন্ড হতে পারেন। সৈয়দ মুশতাক আলি ট্রফি চলাকালীন, পৃত্থী টিম হোটেলে 'সকাল ৬ টায়' ঢুকতেন বলে হোটেলের খাতায় দেখানো আছে। আর, তার জেরেই তিনি নিয়মিত অনুশীলনের সেশন মিস করতেন। কারণ, রাতে বেশিরভাগ সময়ই বাইরে থাকতেন এই তরুণ ক্রিকেটার। 

Advertisment

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) বিজয় হাজারে ট্রফি স্কোয়াড থেকে তাঁকে বাদ দিয়েছে। তার জেরে ক্ষোভ উগরে দিয়েছিলেন এই ক্রিকেটার। এবার জানা গেল, কেন তিনি দল থেকে বাদ পড়েছেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিজয়ী মুম্বই দলে পৃত্থী ছিলেন। তারপরও কেন তিনি বিজয় হাজারে ট্রফিতে বাদ, এনিয়ে প্রশ্ন উঠেছিল। তারপরই জানা গেল যে, পৃত্থী দলের নিয়মকানুন মানতেন না। তাঁর ফিটনেস খারাপ। কোনও শৃঙ্খলা নেই। এই সব কারণেই তাঁকে বিজয় হাজারে ট্রফির ১৬ জনের স্কোয়াড থেকে বাদ দিয়েছে মু্ম্বই। 

নাম প্রকাশ না করার শর্তে মুম্বইয়ের এক কর্তা বলেন, 'সৈয়দ মুশতাক আলি ট্রফিতে, আমরা কার্যত ১০ ফিল্ডার নিয়ে খেলেছি। পৃথ্বী শ-কে কার্যত লুকিয়ে রাখতে হয়েছে। তাঁর কাছে বল গেলে, বেশিরভাগ সময়ই ধরতে পারত না। এমনকি ব্যাটিং করার সময়, আমরা দেখতে পেয়েছি যে ও বলের কাছে পৌঁছতে সমস্যায় পড়ছিল। ওঁর ফিটনেস, শৃঙ্খলা এবং মনোভাবের জন্যই দল থেকে বাদ দেওয়া হল। বিভিন্ন খেলোয়াড়ের জন্য আলাদা নিয়ম থাকতে পারে না। দলের সিনিয়র খেলোয়াড়রাও এখন ওঁর মনোভাব নিয়ে অভিযোগ জানাতে শুরু করেছে।' 

পৃত্থীর খেলার মাঠের বাইরের আচরণ নিয়ে অসন্তুষ্ট মুম্বই দলের কর্তারা। তিনি অন্য বিষয়ে মনোনিবেশ করে নিজের প্রতিভার প্রতি ন্যায়বিচার করছেন না বলেও অভিযোগ উঠেছে। তারপরও তিনি যেভাবে তাঁর প্রতি অবিচারের অভিযোগ তুলে পোস্ট করেছেন, তাতে বিশেষ লাভ হবে না বলেই মুম্বই দলের কর্তাদের দাবি। এই ব্যাপারে মুম্বই দলের এক কর্তা বলেন, 'সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট করে ও যদি ভাবে যে মুম্বইয়ের নির্বাচক এবং এমসিএর ওপর কোনও প্রভাব ফেলবে, তাহলে ভুল করছে।'

Advertisment

শ-এর সতীর্থ এবং মুম্বইয়ের অধিনায়ক শ্রেয়স আইয়ারও সৈয়দ মুশতাক আলি ট্রফির ফাইনালে মধ্যপ্রদেশকে হারিয়ে কড়া বিবৃতি দিয়েছেন। আইয়ার বেঙ্গালুরুতে সাংবাদিকদের বলেছেন, 'ওঁকে নীতি বদলাতে হবে। যদি সেটা করতে পারে, তবেই আকাশ ছুঁতে পারবে। আমরা কাউকে বাচ্চার মত লালনপালন করতে পারি না, তাই না? ও অনেক ক্রিকেট খেলেছে। সবাই ওঁকে সাহায্য করেছে। দিনের শেষে, নিজের কাজটা করাই সবার আগে দরকার। এই ধরনের আচরণ ও অতীতেও করেছে।'

এর আগে অক্টোবরেও একই কারণে মুম্বইয়ের রঞ্জি ট্রফি স্কোয়াড থেকে শ-কে বাদ দেওয়া হয়েছিল। তার পরে পৃত্থীকে এমসিএ একাডেমিতে একটি নির্দিষ্ট ফিটনেস প্রোগ্রাম দেওয়া হয়েছিল। সেই প্রসঙ্গে মুম্বই ক্রিকেটের এক কর্তা বলেছেন, 'ও সেই ফিটনেট প্রোগ্রামটাও মানছে না।' ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে ১৮ বছর বয়সি পৃত্থী শ-এর টেস্ট অভিষেক হয়েছিল। তারপর ক্রমশ জাতীয় দল থেকে পিছিয়ে পড়েছেন এই তারকা। 

আরও পড়ুন- অশ্বিনের সঙ্গে অন্যায় হয়েছে টিম ইন্ডিয়ায়! গম্ভীর-রোহিতের দিকে আঙুল তুলে বিস্ফোরণ CSK তারকা

টেস্ট ফরম্যাটে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন পৃত্থী। তারপর থেকে আরও চারটি টেস্ট খেলেছেন। শেষটি খেলেছেন চার বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিনি ওডিআই এবং টি২০ আন্তর্জাতিক কেরিয়ারও শুরু করতে পারেননি। ২০২১ সাল থেকে ভারতের হয়ে কোনও সাদা বলের ক্রিকেট খেলেননি। এটা যেন এক সম্ভাবনার ইতি ঘটিয়েছে। বেশ কয়েকজন প্রাক্তন খেলোয়াড় মাঠে এবং মাঠের বাইরে তাঁর আচরণ এবং মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ৭৫ লক্ষ টাকার তুলনামূলকভাবে কম বেস প্রাইস ছিল তাঁর। তারপরও আসন্ন আইপিএলে পৃত্থীকে কোনও দল নেয়নি। এই ব্যাপারে মু্ম্বই ক্রিকেটের এক কর্তা বলেছেন, 'কেউই শ-এর শত্রু নয়। ও কেবল নিজেই নিজের শত্রু।'

Prithvi Shaw Ranji Trophy Cricket News Duleep Trophy Trophy Syed Mushtaq Ali Trophy The Mumbai Cricket Association (MCA)
Advertisment