scorecardresearch

ভালোবাসার সঙ্গে স্বার্থ জড়িয়ে! পৃথ্বীর পোস্টে তুমুল বিতর্কের ঝড়

পৃথ্বীর পোস্ট ঘিরে চালু নতুন বিতর্ক

ভালোবাসার সঙ্গে স্বার্থ জড়িয়ে! পৃথ্বীর পোস্টে তুমুল বিতর্কের ঝড়

বিতর্ক পৃথ্বী শ-কে তাড়া করে। সেলফি তোলা নিয়ে তো ধুন্ধুমারই বেঁধে গিয়েছিল কয়েকদিন আগে। এর মধ্যেই পৃথ্বী শ এবার ইঙ্গিতপূর্ণ টুইট করে বসলেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তারকা ক্রিকেটার লিখলেন, “কিছু মানুষ তোমাকে যতক্ষণ ব্যবহার করতে পারবে ততক্ষণই তোমাকে ভালোবাসবে। সুবিধা খতম হয়ে গেলেই আনুগত্য বন্ধ হয়ে যায়।”

কেন হঠাৎ এমন বার্তা পোস্ট করলেন মুম্বইয়ের তারকা, তা স্পষ্ট নয়। মাঠের বাইরে সম্প্রতি বিতর্কের কারণে শিরোনামে উঠে এসেছেন পৃথ্বী। ক্রিকেটার সহ তাঁর বন্ধু আক্রান্ত হয়েছিলেন কয়েকজনের কাছে। সেই ঘটনায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর স্বপ্না গিলকে গ্রেফতার করেছে পুলিশ।

কয়েক সপ্তাহ আগে মুম্বইয়ের সাহারা হোটেলে ব্রেকফাস্ট সারতে গিয়ে বিপদে পড়েন পৃথ্বী। দুজন ব্যক্তি পৃথ্বী-কে সেলফির জন্য আবদার করেন। এরপরে বারবার সেলফির জন্য উত্যক্ত করতে থাকায় নিরাপত্তাকর্মীরা বের করে দেন অভিযুক্ত দুজনকে।

তবে হোটেলের বাইরে পৃথ্বী শয়ের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। তারকা ক্রিকেটার বন্ধুদের সঙ্গে বেরোতেই বেসবল ব্যাট দিয়ে তাঁদের গাড়িতে আঘাত হানতে থাকেন। সেই ঘটনার ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় ঘটনার পরে।

সদ্য সমাপ্ত রঞ্জি ট্রফিতে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ রানের নজির গড়েন তারকা। আসামের বিরুদ্ধে ৩৭৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। দুরন্ত এই ইনিংসের পরেই জাতীয় দলের টি২০ স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছে তারকাকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফির অন্যতম সেরা স্কোরার জাতীয় দলে ডাক পেতেই একের পর এক স্টোরি পোস্ট করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Prithvi shaws cryptic post goes viral amidst selfie controversy