Indian Cricketer Retirement: ইংল্যান্ড সফরের আগেই বড় সিদ্ধান্ত, আচমকা অবসর নিলেন ভারতের তারকা ক্রিকেটার

India tour of England 2025: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে ইতিমধ্যে হাওয়া গরম হতে শুরু করেছে। আইপিএল শেষ হলেই শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ড যাবে ভারতীয় ক্রিকেট দল।

India tour of England 2025: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে ইতিমধ্যে হাওয়া গরম হতে শুরু করেছে। আইপিএল শেষ হলেই শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ড যাবে ভারতীয় ক্রিকেট দল।

author-image
Koushik Biswas
New Update
Priyank Panchal

ভারতীয় ক্রিকেটার প্রিয়াঙ্ক পাঞ্চাল

Priyank Panchal Retirement: আগামী জুন মাসে ইংল্যান্ড (India vs England) সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে।

Advertisment

আর এই ইংল্যান্ড সফরের ঠিক আগেই ভারতীয় ক্রিকেটার প্রিয়াঙ্ক পাঞ্চাল সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। ঘরোয়া ক্রিকেটে প্রিয়াঙ্কের রেকর্ড এককথায় অসাধারণ। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জার্সিতে তিনি একটাও ম্য়াচ খেলার সুযোগ পাননি।

Advertisment

শুভেচ্ছা জানিয়েছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন

ঘরোয়া ক্রিকেটে গুজরাটের হয়ে খেলতেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। প্রিয়াঙ্কের দুর্দান্ত কেরিয়ারের কথা মাথায় রেখে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে লেখা হয়েছে, একটি যুগের অবসান হল। ভারতীয় এ দল এবং গুজরাট ক্রিকেট দলের হয়ে অধিনায়কত্ব করেছেন প্রিয়াঙ্ক। আমরা ওঁর এই সাফল্যকে সম্মান জানাই। প্রিয়াঙ্কের ভবিষ্যৎ জীবনের জন্য আমাদের তরফ থেকে হার্দিক শুভকামনা রইল।

তবে অবসর গ্রহণ করার আগে প্রিয়াঙ্ক পাঞ্চাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন। লিখেছিলেন - চোখ রাখুন। অ্যানাউন্সমেন্ট।

প্রথম শ্রেণীর কেরিয়ারে ৮ হাজারের বেশি রান

২০০৮ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে শুরু করেছিলেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। এবার সেই সুদীর্ঘ কেরিয়ারে যবনিকা টানলেন তিনি। প্রিয়াঙ্ক ১২৭ প্রথম শ্রেণীর ম্য়াচে ৮,৮৫৬ রান করেছেন। এরমধ্যে ২৯ সেঞ্চুরি এবং ৩৪ অর্ধশতরান রয়েছেন। এর পাশাপাশি লিস্ট এ ফরম্য়াটে তিনি ৩,৬৭২ রান করেছেন।

গুজরাটকে রনজি ট্রফি জিতিয়েছিলেন

এর পাশাপাশি তিনি ২০১৬-১৭ মরশুমে গুজরাটকে প্রথমবার রনজি ট্রফির খেতাব জিতিয়েছিলেন। সেইসঙ্গে বিজয় হাজারে ট্রফি (২০১৫-১৬) এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিও (২০১২-১৩ এবং ২০১৩-১৪) জিতিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে গুজরাটের সবথেকে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

Priyank Panchal India vs England Indian Cricket Team