আইপিএল শেষের হ্যাংওভার কাটতে না কাটতেই ওভালে শুরু হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলই মুখোমুখি হচ্ছে।
ট্রফি জয়ের পুরস্কারমূল্য এবার ঘোষণা করে দিল আইসিসি। শুক্রবার জানিয়ে দেওয়া হল, জয়ী দল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৩ কোটি ২২ লক্ষ টাকা) পুরস্কারমূল্য পাবে। রানার্স আপ দলকে দেওয়া হবে ৮ লক্ষ মার্কিন ডলার (প্রায় ৭ কোটি টাকা)। লন্ডনের ওভালে ৭ জুন থেকে শুরু হচ্ছে ফাইনাল। কোনও কারণে খেলায় বিঘ্ন ঘটলে একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে- ১২ জুন।
২০১৯-২১ থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্ষে যে পরিমাণ পুরস্কারমূল্য ছিল (৩.৮ মিলিয়ন মার্কিন ডলার) এই অর্থই থাকছে এই চ্যাম্পিয়নশিপ বর্ষের সাইকেলে। সেই সঙ্গে জয়ী দলকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মেস দেওয়া হচ্ছে।
এর আগে প্ৰথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। ১.৬ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারমূল্য পাওয়ার সঙ্গেই টেস্ট মেস পেয়েছিলেন কিউইরা।
চ্যাম্পিয়ন এবং রানার্স দল ছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী প্রত্যেক দলকেই পুরস্কারমূল্য দেওয়া হয়। গত চ্যাম্পিয়নশিপ বর্ষে তৃতীয় স্থান পাওয়া দক্ষিণ আফ্রিকা যেমন ৪ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার পেয়েছিল। চতুর্থ স্থানে পাওয়া ইংল্যান্ড পেয়েছিল ৩ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার।
গতবার শ্রীলঙ্কা ফাইনালে ওঠার দৌড়ে ছিল। তবে শেষ পর্যন্ত পঞ্চম স্থানে ফিনিশ করে শ্রীলঙ্কা পেয়েছিল ২ লক্ষ মার্কিন ডলার। বাকি ১ লক্ষ মার্কিন ডলার ভাগ করে দেওয়া হয় আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশকে।
Read the full article in ENGLISH